বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এমপি জাফর ও তার পরিবারকে দুদকের জিজ্ঞাসাবাদ

কক্সবাজার প্রতিনিধি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দেওয়া নোটিসের পরিপ্রেক্ষিতে সশরীরে হাজির হয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম ও তার স্ত্রী-সন্তানরা। এ সময় সংসদ সদস্য জাফর আলমকে টানা আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি এমপি জাফর আলম।

গতকাল বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজার দুদক সমন্বিত জেলা কার্যালয়ে উপস্থিত হলে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দীন এমপি জাফর আলমকে টানা আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ    করেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। ২৪ আগস্ট দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন তাদের আলাদা চিঠি পাঠান। চিঠিতে এমপি জাফর আলম, তার স্ত্রী শাহেদা বেগম, ছেলে তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন ও মেয়ে তানিয়া আফরিনকে ৪ সেপ্টেম্বর দুদক কক্সবাজার কার্যালয়ে হাজির হয়ে সম্পদের হিসাব দিতে বলা হয়েছিল। কিন্তু দলীয় কর্মসূচি থাকায় ৩ সেপ্টেম্বর দুদকে চিঠি দিয়ে সময় চেয়ে আবেদন করেন জাফর আলম। সেই আবেদনে তারা ২০ সেপ্টেম্বর বেলা ১১টায় দুদক কার্যালয়ে আসবেন বলে উল্লেখ করেন। এরই প্রেক্ষিতে গতকাল তারা হাজির হন। প্রথমে এমপি জাফর ও পরে একে একে স্ত্রী-সন্তানরা তাদের সম্পদের বিবরণী তুলে ধরেন। জাফর আলমকে আড়াই ঘণ্টা এবং তার স্ত্রী-সন্তানদের চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে বের হয়ে দ্রুত গাড়িতে উঠে পড়েন তারা। এ সময় দুদকের করা অভিযোগের বিষয়ে জাফর আলম কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

 

 

সর্বশেষ খবর