বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
কটূক্তির প্রতিবাদ

বাগেরহাটে চার পরীক্ষার্থীকে মারধর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি-ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার সময় কয়েক ছাত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করায় চার পরীক্ষার্থীকে মারধর করা হয়েছে। ফিরাতে গিয়ে দুই অভিভাবকও মারপিটের শিকার হন। গতকাল দুপুরে কেন্দ্রের বাইরে বাঁশতলা মোড় ও চুলকাটি বাজারের রেললাইনের ওপর এ ঘটনা ঘটে। বাঐডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক  এস এম বাকি বিল্লাহ জানান, চুলকাঠি-ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শেষ হলে গতকাল দুপুরে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বিদ্যালয় থেকে বাইরে আসতে থাকে। এ সময় কয়েক ছাত্র বাঐডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক ছাত্রীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এতে বাঐডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক ছাত্র প্রতিবাদ করলে চুলকাঠি-ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা বাঁশতলার মোড়ে ফেলে তাদের চড়-কিল, ঘুসি মারতে থাকে। এ সময় অভিভাবকরা এগিয়ে এলে তারা সেখান থেকে সরে গিয়ে রেললাইনের ওপর বহিরাগতদের নিয়ে অবস্থান করতে থাকে। পরে বাঐডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় স্কুল ড্রেস দেখে দেখে ছাত্র ও অভিভাবকদের মারপিট করে। আহত এসএসসি পরিক্ষার্থী ও অভিভাবকদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তাকে জানানো হয়েছে।

 

সর্বশেষ খবর