সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গাছে গাছে পানকৌড়ি

নীলফামারী প্রতিনিধি

গাছে গাছে পানকৌড়ি

চারদিকে সবুজের সমারোহ। মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি বড় কড়ই গাছ। তার পাশে বাঁশঝাড়। এ বাঁশঝাড় থেকে উঁকি দিচ্ছে পানকৌড়িসহ বিভিন্ন জাতের ধবল বক, ডাহুক, কোড়া, রাতচরা, ঘুঘু, শ্যামা, দোয়েল, শালিক, বাবুইসহ নাম না জানা আরও অনেক পাখি। বিকালের সোনালি রোদে গাছের ডালে ডালে পানকৌড়ির পালক জ্বলজ্বল করছে। এমনি দৃশ্য চোখে পড়ে ডোমার উপজেলা থেকে ১৬ কিলোমিটার দূরে ভোগডাবুড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডটি বর্তমানে ‘পাখিলাগা গ্রাম’ নামে পরিচিত। এখানে প্রতিদিনই পাখি দেখতে ভিড় করে বিভিন্ন এলাকার মানুষ। পাখিগুলো প্রতি বছর ফাল্গুনে আসে এবং আশ্বিনের শেষের দিকে চলে যায়। এ গ্রামে একটি কড়ই গাছের পাশাপাশি প্রায় ৩ একর জমির ওপর বিশাল বাঁশঝাড়ে গড়ে উঠেছে পাখির নিরাপদ অভয়ারণ্য। পাখিগুলো প্রায় ২০০ বছর ধরে এখানে বসবাস করছে। রাতে পাখিগুলো বাঁশঝাড়ে থাকে, ভোর হলেই কিচিরমিচির করে উড়ে যায় খাবাবের সন্ধানে। প্রতিদিন সকালে এসব পাখির কলকাকলিতে গ্রামের মানুষের ঘুম ভাঙে। কারমাইকেল কলেজের শিক্ষার্থী অন্তরা আক্তার বলেন, ‘এমন সুন্দর দৃশ্য বর্তমানে দেখতে পাওয়া বড়ই কঠিন। সকাল-সন্ধ্যায় হাজারো পাখির কলতানের শব্দ অন্যরকম এক আবহ তৈরি করে। আর তা খুবই আনন্দদায়ক ও মনোমুগ্ধকর।’

বাঁশঝাড়ের মালিক মজিদুল ইসলাম বলেন, ‘পাখিদের আবাস এবং খাওয়া-গোসলের অসুবিধার কারণে পাখিগুলোকে আর ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই পাখির নিরাপদ অভয়ারণ্য, খাওয়া ও গোসলেন জন্য পুকুর খনন করা দরকার। পাখি যাতে নিরাপদে আশ্রয় নিতে পারে সেজন্য আরও গাছের চারা লাগানো প্রয়োজন। শিকারিরা যেন পাখি শিকার করতে না পারে তাই চারদিক আলোকিত করার জন্য সোলারের ব্যবস্থা করা হলে এ পাখিগুলো নিরাপদ আশ্রয় পাবে।’

তিনি বলেন, ‘প্রায় ২০০ বছর ধরে পাখিগুলো নিরাপদভাবে বসবাস করছে। কিছু মানুষ ফাঁদ বসিয়ে পাখি শিকার করছে। শিকার না করার জন্য বলা হলেও তারা কোনো কথা শুনছে না। এ ব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।’ ডোমার উপজেলা রেঞ্জ অফিসার মো. আবদুল মান্নান বলেন, ‘ওই এলাকায় পাখির আবাসস্থল গড়ে উঠেছে প্রাকৃতিকভাবেই। বন বিভাগের পক্ষ থেকে পাখিদের অভয়াশ্রম ও নিরাপত্তায় সব সময় খোঁজখবর রাখা হচ্ছে। তবে পাখিগুলো রক্ষার্থে সবার সহযোগিতা প্রয়োজন। পাখিগুলো যাতে ফাঁদ বা অন্য কিছু দ্বারা শিকার করতে না পারে এ বিষয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর