মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

উত্তরাঞ্চলে অপার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উত্তরাঞ্চলে অপার সম্ভাবনা

রাজশাহীতে পদ্মায় পানি থাকলে উত্তাল ঢেউ, আর শুষ্ক মৌসুমে বালুরাশি। দুই সময়ের সূর্যাস্তে এক নয়নাভিরাম দৃশ্য। বরেন্দ্র গবেষণা জাদুঘর সারা বিশ্বের এক ঐতিহ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর, প্যারিস রোড, পুঠিয়া আর নাটোরের রাজবাড়ি, বাবুডাইং, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, বগুড়ার মহাস্থানগড়, রাজশাহীর আম এবং রেশমকে ঘিরে উত্তরাঞ্চলে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। শুধু প্রচারের অভাবেই উত্তরাঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না। অথচ এ অঞ্চলে পর্যটনের বিকাশ ঘটলে বহু মানুষের কর্মসংস্থান হবে। ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। উত্তরের পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি উদ্যোগ জরুরি মনে করছেন এ খাত সংশ্লিষ্টরা। পদ্মা নদীর পাশেই বরেন্দ্র গবেষণা জাদুঘর অবস্থিত। জাদুঘরের পাশেই আছে হযরত শাহ মখদুম (রা.)-এর মাজার। রাজশাহী অঞ্চলের আরেকটি ঐতিহাসিক পর্যটন স্থান হচ্ছে পুঠিয়া প্রাসাদ। এই স্মৃতিস্তম্ভটির আরেক নাম হচ্ছে গোবিন্দ মন্দির। এখানের ভবনগুলোর উভয় পাশেই দিঘি আছে। রাজশাহীর যে স্থানটি পর্যটকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করবে সেটি নিঃসন্দেহে পুঠিয়া। রাজা পিতাম্বর মূলত পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। ছোট সোনামসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পড়েছে। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। প্রায় আড়াই হাজার বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। পুরাকীর্তি আর প্রাচীন সভ্যতার নানা ঐতিহ্য জড়িয়ে থাকলেও উত্তরের পর্যটন শিল্প এগোয়নি শুধু প্রচারণার কারণে। সম্প্রতি বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক উৎসবে উঠে এসেছে উত্তরের পর্যটন শিল্পের কথা। রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, উত্তরের পর্যটন শিল্পের প্রসার ঘটাতে কিছু জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেগুলো নিতে তিনি সরকারের কাছে প্রস্তাবনা দিয়েছেন। বেসরকারি খাতকেও উৎসাহিত করছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর