বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভয়ংকর হয়ে উঠছে নিরীহ ভাইরাস-ব্যাকটেরিয়াও

-------- ডা. লেনিন চৌধুরী

ভয়ংকর হয়ে উঠছে নিরীহ ভাইরাস-ব্যাকটেরিয়াও

রাজধানীর হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী বলেছেন, জলদূষণ, বায়ুদূষণ, শব্দদূষণ- সর্বোপরি পরিবেশ দূষণের প্রভাবে সংক্রামক ও অসংক্রামক রোগ উভয়ই বাড়ছে। শরীরে হরমোনের ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। ক্ষতিকর নয় এমন ভাইরাস-ব্যাকটেরিয়াগুলো চরিত্র বদলে আমাদের জন্য ভয়ংকর হয়ে উঠছে। নতুন নতুন প্রাণঘাতী রোগ সৃষ্টি হচ্ছে। কিডনি, লিভার, ফুসফুস, প্রজননতন্ত্র, হৃৎপিন্ডের নানা রোগ বাড়ছে।

তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যত মানুষ হৃদরোগে আক্রান্ত হয় তার এক-চতুর্থাংশ আক্রান্ত হয় বায়ুদূষণের কারণে। আবার পানির লবণাক্ততা যেখানে বেশি, সেখানে উচ্চ রক্তচাপ হচ্ছে, হৃদরোগ হচ্ছে। বায়ুদূষণের কারণে সংক্রামক রোগগুলোর মধ্যে নিউমোনিয়া, যক্ষ্মা এগুলো যেমন বাড়ছে, অন্যদিকে হাঁপানি, অ্যালার্জি, ফুসফুসের ক্যান্সারের মতো রোগও বেড়ে যাচ্ছে। একইসঙ্গে দূষণের কারণে বায়ুতে যে বিশেষ অতি সূক্ষ্ম বস্তু কণা (পিএম-২.৫) ভেসে বেড়ায়, এগুলো ফুসফুসের মাধ্যমে রক্তে মিশে আমাদের কিডনি, লিভার ক্ষতিগ্রস্ত করছে এবং শরীরের বিপাক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। আমরা দেখছি, বিপাক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব তৈরির কারণে অনেক কম বয়সী ছেলে-মেয়ে মোটা হয়ে যাচ্ছে। বায়ু, পানি ও খাদ্য দূষণের কারণে নারী ও পুরুষ উভয়ের মধ্যে বন্ধ্যত্ব বাড়ছে। থাইরয়েড হরমোনের সমস্যা বেড়ে যাচ্ছে। অনেকের শরীরে হরমোনের ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে। অন্যদিকে জলদূষণের কারণে পানিবাহিত রোগ যেমন- টাইফয়েড, ডায়রিয়া, হেপাটাইটিস এগুলো বাড়ছে। ডা. লেনিন চৌধুরী বলেন, যেসব ভাইরাস বা ব্যাক্টেরিয়া মানুষকে সাধারণত সংক্রমিত করত না, পরিবেশ দূষণের কারণে তাদের চরিত্র বদলে যাচ্ছে। তারা মানুষকে সংক্রমিত করছে। এ কারণে করোনা, জিকা ভাইরাস, ম্যাডকাউসহ নানা জাতীয় রোগ হচ্ছে। তিনি বলেন, মানুষ পরিবেশেরই অংশ। বেঁচে থাকার জন্য বিশুদ্ধ পানি ও বাতাস অতি জরুরি। এগুলো যখন দূষিত হয়ে যায় তখন নিশ্চিতভাবে জীবনও দূষিত হয়। সেই দূষণ প্রকাশ পায় নানা জাতীয় রোগের মাধ্যমে।

সর্বশেষ খবর