বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সাজেক-খাগড়াছড়ি সড়ক

পাহাড় ধসের ৮ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রাঙামাটি প্রতিনিধি

ভারী বৃষ্টিতে পাহাড় ধসে বন্ধ হয়ে যাওয়া রাঙামাটির সাজেক ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ স্বাভাবিক করেছে সেনাবাহিনী।

গতকাল দুপুর আড়াইটার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনা নন্দরাম পাড়ায় আটকে যাওয়া পর্যটকদের গাড়ি বহরের জন্য বিকল্প সড়ক তৈরি করেন বাঘাইহাট সেনা জোনের ৬ বেঙ্গলের তত্ত্বাবধায়নে ২০ ইসিবি কনস্ট্রাকশনের সদস্যরা। তবে এর পরও মূল সড়কে মাটি অপসারণের কাজ         অব্যাহত রাখা হয়। জানা গেছে, রাতভর ভারী বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শুকনা নন্দরাম পাড়ায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় রাঙামাটি-বাঘাইছড়ি-সাজেক ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা। এতে মারাত্মক যানজটের সৃষ্টি হয় রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ও খাগড়াছড়ি জেলার সড়কে। আটকে পড়ে পর্যটকবাহী গাড়ি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রাঙামাটির বাঘাইহাট সেনা জোনের ৬ বেঙ্গলের তত্ত্বাবধায়নে ২০ ইসিবি কনস্ট্রাকশনের সদস্যরা। মাটি অপসারণের ৫ ঘণ্টার মধ্যে আটকে পড়া পর্যটকদের জন্য বিকল্প সড়ক তৈরি করেন সেনা সদস্যরা। পরে পর্যটকদের গাড়িবহর নিরাপদে পর্যটকদের সাজেক ও খাগড়াছড়ি পৌঁছে দেয় সেনাবাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান, আমরা পাশের বৌদ্ধ মন্দিরের ভান্তের কাছে খবর পাই সকাল ৯টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনা নন্দরাম পাড়ায় পাহাড়ধস হয়েছে। পরে বাঘাইহাট সেনা জোনের ৬ বেঙ্গলের তত্ত্বাবধায়নে ২০ ইসিবি কনস্ট্রাকশনের সদস্যরা ঘটনাস্থলে কাজ শুরু করেন। আর পর্যটকদের গাড়ি ছাড়ে ১১টার দিকে। এলাকায় পর্যটকদের বেশি সময় আটকে থাকতে হয়নি। সেনা সদস্যরা নিরাপদে পর্যটকদের পৌঁছে দিয়েছেন। তবে মূল সড়কের কাজ এখনো চলমান রয়েছে। সড়ক স্বাভাবিক করতে আরও একদিন সময় লাগতে পারে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, সেনা সদস্যরা মাটির অপসারণের কাজ করে যাচ্ছেন। আর পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে। দুপুর আড়াইটার মধ্যে সড়কের পর্যটকদের গাড়ি চলাচল স্বাভাবিক হয়। যেহেতু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তাই কাজ শেষ হতে সময় লাগবে।

সর্বশেষ খবর