বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নাগরিক সুবিধাগুলো সমন্বিতভাবে বাড়ছে না

--- ফরিদ খান

নাগরিক সুবিধাগুলো সমন্বিতভাবে বাড়ছে না

রাজশাহী মহানগরীতে অবকাঠামোগত উন্নয়নসহ নানামুখী উন্নয়নমূলক কাজ ঈর্ষণীয়ভাবে বাস্তবায়িত হচ্ছে। তবে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অন্য নাগরিক সুবিধাগুলো সমন্বিতভাবে বাড়ছে না। প্রতিদিন জীবন-জীবিকা, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার জন্য নতুন নতুন মুখ এই শহরে যুক্ত হচ্ছে। শহরের ওপর ক্রমান্বয়ে মানুষের চাপ বাড়ছে। ফলে উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের নিত্যদিনের ভোগান্তিও বাড়ছে। এই শহরের একজন বাসিন্দা হিসেবে যেসব ভোগান্তির মুখোমুখি হতে হয় এর মধ্যে ফুটপাত দখল, যানজট, পার্কিং সমস্যা, প্রান্তিক মানুষগুলোর নাগরিক সুবিধার বঞ্চনা অন্যতম। যত্রতত্র পার্কিংয়ের ফলে নাগরিক ভোগান্তি বাড়ছে। একদিকে ফুটপাত দখল করছেন ব্যবসায়ীরা, অন্যদিকে সড়কের ওপর গাড়ি পার্ক করা হচ্ছে। ফলে নগরীর সাহেববাজার থেকে আরডিএ মার্কেট পর্যন্ত পথচারীদের জন্য হাঁটাচলা দুর্বিষহ হয়ে পড়ছে। পথচারীদের অনেক সময় অনেকখানি সড়কের মধ্যে এসে হাঁটতে হচ্ছে, যা বয়স্ক মানুষ, নারী ও শিশুদের নিরাপত্তা হুমকি বাড়াচ্ছে। তারা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

লেখক : অধ্যাপক, অর্থনীতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

সর্বশেষ খবর