বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নগরবাসীর ভোগান্তি প্রতি পদক্ষেপেই

-তুষার কান্তি মন্ডল

নগরবাসীর ভোগান্তি প্রতি পদক্ষেপেই

রংপুর সিটিতে প্রতি পদক্ষেপেই জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। যথাযথ পরিচর্যার অভাবে নদীগুলো এখন নগরবাসীর কাছে অভিশাপ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে সিটি করপোরেশন দিয়েছেন। কিন্তু বর্তমান সিটি করপোরেশনের পরিষদ সিটি করপোরেশনের জনগণকে কাক্সিক্ষত সেবা দিতে পারেনি। ফলে ঘর থেকে বের হওয়ার পরই প্রতি পদক্ষেপেই জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি বলেন, এক সময় ঘাঘট নদ, শ্যামাসুন্দরী, ইছামতী, বুড়াইল, খোকসা ঘাঘট, আলাইকুমারী এই ছয়টি নদন্ডনদীর কারণে রংপুর সিটি করপোরেশন একটি আদর্শ নগরী হিসেবে পরিচিত ছিল। কিন্তু সঠিক পরিচর্যার অভাবে নদীগুলো এখন নগরবাসীর কাছে অভিশাপ হয়ে উঠছে। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা হলে রংপুর নগরী সৌন্দর্য বাড়বে। তেমনি পর্যটন নগর হিসেবে এটি আদর্শস্থান হয়ে উঠবে।

এই ছয়টি নদীতেই আছে বিভিন্ন রকম অবৈধ দখল। তিনি অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদ দাবি করেন।

 

সর্বশেষ খবর