সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভারতে সিএএ বাস্তবায়ন ফের স্থগিত

নয়াদিল্লি প্রতিনিধি

বিতর্কিত নাগরিক সংশোধন আইন বা সিএএ বাস্তবায়নের সিদ্ধান্ত পুনরায় স্থগিত করল ভারত সরকার। এনিয়ে ষষ্ঠবার। ২০১৯ সালে ভারতের পার্লামেন্টে নাগরিক আইন সংশোধনী পাস হয়। এ আইন কার্যকর হলে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আগত অমুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। এ আইন কার্যকর করার জন্য ভারতের নিয়ম অনুযায়ী নিয়মাবলি পার্লামেন্টে উত্থাপন করতে হয়। তিন বছর হতে চলল, এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়মাবলি তৈরি করতে পারেনি। পার্লামেন্টের সাব-অর্ডিনেট লেজিসলেশান কমিটির কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও সময় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাজ্যসভার কমিটির কাছে ডিসেম্বরের ৩১ পর্যন্ত এবং লোকসভার কাছে ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত সময় চেয়েছে। পার্লামেন্টের নিয়ম অনুসারে যদি কোনো আইনের নিয়মাবলি ছয় মাসের মধ্যে তৈরি না হয় তাহলে মন্ত্রণালয়কে অনুমতি চাইতে হয় সময় বাড়ানোর জন্য এবং তার কারণ জানাতে হয়। এত দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করোনার কারণ দেখিয়ে সিএএ পিছিয়ে দিয়েছ। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া সত্ত্বেও আইনটি কার্যকর করছে না। সিএএ আইন অনুসারে বাংলাদেশ-পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, শিখ, পার্সি, জৈন, বৌদ্ধ ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে অবৈধভাবে ভারতে বসবাস করছেন তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এর আগে নাগরিকত্ব আইনে বলা ছিল, অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করলে শাস্তি দেওয়া হবে। তার থেকে এসব ধর্মাবলম্বীদের ছাড় দেওয়া হলো। ভারতে এ নিয়ে প্রবল আন্দোলন হয়েছে। ৮৩ জন ভারতীয়র মৃত্যু হয়।

সর্বশেষ খবর