সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

টাকা নিয়ে ভোট না দেওয়ায় দুজনকে পিটুনি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সদ্যসমাপ্ত গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে ভোট না দেওয়ার সন্দেহে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডেকে নিয়ে প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত নারীসহ দুই ইউপি সদস্যকে পিটুনি দিয়েছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। পিটুনিতে আহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার পাবুরিয়াচালা এলাকার মাজেদুল ইসলামের স্ত্রী স্বপ্না আক্তার ও একই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর সদস্য শফিকুল ইসলাম। জানা গেছে, ১৭ অক্টোবর গাজীপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পরাজিত হয়ে সদস্য প্রার্থী আবদুর রাজ্জাক মাস্টার ও তার সমর্থকরা ভোট কেনার টাকা ফেরত পেতে মরিয়া হয়ে ওঠেন। এর ধারাবাহিকতায় ফুলবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ আলম সরকার শনিবার বিকালে তার বাড়িতে পরিষদের সব সাধারণ ও নারী সদস্যদের ডেকে বৈঠক করেন। বৈঠকে অন্যদের মধ্যে পরাজিত সদস্য প্রার্থী আবদুর রাজ্জাক, তার সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, ওয়াজেদ আলী, লিটন সরকার, জয়নাল সিকদার ও নবীর হোসেন উপস্থিত ছিলেন। বৈঠকে টাকা নিয়েও জেলা পরিষদের সদস্য প্রার্থী আবদুুর রাজ্জাক মাস্টারের ঘুড়ি মার্কায় ‘কেন ভোট দেওয়া হলো না’ এ নিয়ে নানা আলোচনা করা হয়। এ সময়ে উভয়ের মধ্যে বাগবিতন্ডার সৃষ্টি হলে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের নেতৃত্বে ওই প্রার্থীর কয়েকজন সমর্থক মিলে প্যানেল চেয়ারম্যান সংরক্ষিত নারী ইউপি সদস্য স্বপ্না আক্তার ও ইউপি সদস্য শফিকুল ইসলামকে মারধর শুরু করেন। তাদের হাত থেকে বাঁচতে ইউপি সদস্য শফিকুল ইসলাম দৌড়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ওই নারী সদস্যকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান স্বপ্না আক্তার বাদী হয়ে সাবেক চেয়ারম্যানসহ পাঁচজনকে আসামি করে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।

সর্বশেষ খবর