বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ফেসবুকে সুজন-পুষ্পার প্রতারণা হাতিয়েছেন কোটি কোটি টাকা

আলী আজম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের ফাঁদে পড়েন পুষ্পা আক্তার ওরফে আবিরা জাহান কলি নামে এক গৃহবধূ। প্রেমিক সুজন তালুকদার ওরফে শাওন ওরফে তানভীর হাসান ওরফে জাহিদ হাসান ওরফে লুৎফর রহমান বিবাহিত এবং প্রতারক জেনেও হাল ছাড়েননি পুষ্পা। অর্থের লোভ এবং দাম্পত্য জীবন সুখের না হওয়ায় সুজনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করে তোলেন। সুজনের স্ত্রীর সঙ্গে আরেকজনের প্রেমের সম্পর্ক থাকায় তিনিও দাম্পত্য জীবনে সুখী ছিলেন না। এক সময় সুজন ও পুষ্পা বিয়ে ছাড়াই একসঙ্গে থাকা শুরু করেন। এরই একপর্যায়ে দুজন মিলে অবৈধ সম্পর্কের পাশাপাশি শুরু করেন প্রতারণার নতুন অধ্যায়। অর্থাৎ দুটি পরিবারের সদস্যদের বহুমাত্রিক প্রেম রূপ নেয় ভয়ংকর প্রতারণায়। ফেসবুকে তারা শুরু করেন প্রেম প্রতারণা। ফ্রেন্ড ছেলে হলে পুষ্পা আর মেয়ে হলে ফাঁদে ফেলতেন সুজন। এভাবে ২০টি ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে শতাধিক মানুষকে ফাঁদে ফেলে তারা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

টাঙ্গাইলের ভুঞাপুর ও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতারের পর এসব তথ্য জানতে পারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনসহ ২০টি ফেসবুক আইডি উদ্ধার করা হয়। ডিবি বলছে, গ্রেফতার প্রেমিক জুটি চার-পাঁচ বছর ধরে বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে টার্গেট মানুষদের রিকোয়েস্ট পাঠাতেন। পরে কথোপকথনের একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়াতেন। অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও দেওয়া-নেওয়া করতেন তারা। পরে কৌশলে মৃত বাবা বা মায়ের মিলাদ, জমি কেনা, অসম্পূর্ণ বিল্ডিংয়ের কাজ শেষ করার বাহানায় মোটা অঙ্কের টাকা ধার চাইতেন। এভাবে লাখ লাখ টাকা হাতানোর পর যখন ভুক্তভোগী আর টাকা দিতে চাইতেন না, তখন ওই সব অন্তরঙ্গ ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়া হবে বলে ব্ল্যাকমেইল করতেন তারা। প্রতারণার কাজে সুজন নিজেকে বিভিন্ন পরিচয়ে উপস্থাপন করতেন। আর পুষ্পা নিজেকে আবিরা জাহান কলি বলে পরিচয় দিতেন। এই চক্রের কাছে ৮০ লাখ টাকা খোয়ানো মনজুর মোরশেদ নামে এক ব্যক্তি ১৭ অক্টোবর আইসিটি আইনে তেজগাঁও থানায় মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘২০১৮ সালের ১৫ জুন আবিরা জাহান কলি (পুষ্পা) নামে একটি ফেসবুক আইডি থেকে রিকোয়েস্ট আসে। রিকোয়েস্ট একসেপ্ট করার পর কথোপকথনের সূত্র ধরে পুষ্পার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। এরই মধ্যে ২০১৯ সালের ৩ জুলাই আবিরা জাহান কলি (পুষ্পা) তার মৃত মায়ের মিলাদের কথা বলে ১ লাখ টাকা ধার চান এবং এক মাস পর ফেরত দেবে বলে জানান। সরল বিশ্বাসে বিভিন্ন বিকাশ নম্বরে তাকে প্রায় ৯২ হাজার টাকা দিই। এক মাস পরে টাকা ফেরত চাইলেও তিনি দেননি। টাকার জন্য চাপ দিলে পুষ্পা বলেন, টাঙ্গাইলে তাদের পতিত জমি বাড়ি করতে ডেভেলপারকে দেবেন, ডেভেলপার টাকা দিলে আমার টাকা পরিশোধ করবেন। এর মাসখানেক পর পুষ্পা জানান, তাদের জমির পাশে থাকা তার ফুফুর জমির অংশ কিনে ডেভেলপারকে দিতে হবে। পরে পুষ্পার ফোন থেকে কল দিয়ে বড় ভাই পরিচয়ে তানভীর হাসান নামে এক ব্যক্তি জানান, তাদের ফুফুর অংশ কিনতে ১০ লাখ টাকা ধার প্রয়োজন। বিষয়টি যাচাইয়ের জন্য ডেভেলপারের নম্বর চাইলে জাহিদ হাসান নামে একজনের নম্বর দেন তারা। জাহিদকে ফোন দিলে তিনি নিজেকে ডেভেলপার পরিচয় দেওয়ায় ২০১৯ সালের আগস্ট মাসে পুষ্পাকে বিভিন্ন বিকাশ নম্বরে আরও ১১ লাখ ২০ হাজার টাকা পাঠাই। এরপর লুৎফর রহমান বারেক নামে একজন পুষ্পার বাবা পরিচয় দিয়ে বিভিন্ন অসিলায় আরও ২ লাখ ২০ হাজার টাকা নেন। এরই মধ্যে করোনা মহামারি শুরু হয়। এ সময় তাদের দোতলা বাড়ির তৃতীয় তলা কমপ্লিট করার জন্য আরও ৩৬ লাখ টাকা নেন পুষ্পা। সর্বশেষ চলতি বছর পুষ্পা তার ছোট বোনের গায়ে হলুদের কথা বলে কুরিয়ারের মাধ্যমে আরও ৫ লাখ ৩০ হাজার টাকা নেন। এভাবে মোট ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক পুষ্পা। এখানেই শেষ নয়, এখন আবার তিনি ৫ লাখ টাকা চাইছেন। না দেওয়ায় বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন ওই চক্রের সদস্যরা।’ ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলার সূত্র ধরে ২০ অক্টোবর এডিসি আশরাফউল্লাহর নেতৃত্বে ডিবির একটি টিম প্রতারক সুজন ও পুষ্পাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেশ কয়েকজনকে ফাঁদে ফেলার কথা স্বীকার করেছেন। গত পাঁচ বছরে তারা ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে, অপরিচিত কারও ফেসবুক রিকোয়েস্ট একসেপ্ট না করা, নিজের ব্যক্তিগত ছবি কাউকে না দেওয়া, চাইলেই কাউকে টাকা না পাঠানো এবং যথাসম্ভব সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত লোকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এড়িয়ে চলার পরামর্শ দেন ডিবির এই কর্মকর্তা।

সর্বশেষ খবর