বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মাগুরায় ভোটযুদ্ধের প্রস্তুতি সব দলের

মাগুরায় ভোটযুদ্ধের প্রস্তুতি সব দলের

মাগুরাতে আওয়ামী লীগ বরাবরই শক্তিশালী। দলের মধ্যে কোনো গ্রুপিং বা কোন্দল নেই। ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সাংগঠনিক কাঠামো খুব মজবুত। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। পাশাপাশি দলীয় নেতা-কর্মীরা নিজেদের সব দিক থেকে গুছিয়ে নিয়েছেন। অন্যদিকে বিএনপি নিজেদের গুছিয়ে নেওয়ার সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের পাশাপাশি আগামী নির্বাচনে ভোটযুদ্ধে বিজয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দলের মধ্যে ছোটখাটো সমস্যা মিটিয়ে আগামী নির্বাচনে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে একত্রে কাজ করার চেষ্টা করছেন নেতারা। এ ছাড়া জাতীয় পার্টিও সব সমস্যা কাটিয়ে উঠে নতুন করে এগিয়ে চলার চেষ্টা করছে। সংগঠনকে গতিশীল করার জন্য বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে নিজেদের অবস্থানকে দৃঢ় করার চেষ্টা চলছে। নির্বাচন সামনে রেখে মাগুরার রাজনীতি নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন বাংলাদেশ প্রতিদিনের মাগুরা প্রতিনিধি রাশেদ খান

সর্বশেষ খবর