বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নিরপেক্ষ নির্বাচন হলে দুটি আসনেই বিএনপি জয় পাবে

-আলী আহমেদ

নিরপেক্ষ নির্বাচন হলে দুটি আসনেই বিএনপি জয় পাবে

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, বিএনপির ছয়টি ইউনিট কমিটি আছে। ছয়টি ইউনিটেই আহ্বায়ক কমিটি দিয়েছি। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আমাদের সাংগঠনিক অবস্থা যে কোনো সময়ের চেয়ে ভালো। কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে  ব্যাপক নেতা-কর্মীর উপস্থিতি ঘটছে। আমরা মনেকরি যে কোনো সময়ের চেয়ে বর্তমানে তৃণমূলের নেতা-কর্মীরা দলকে ক্ষমতায় আনার জন্য বেশি উজ্জীবিত। ফলে নিরপেক্ষ নির্বাচন হলে মাগুরার দুটি আসনে বিএনপির প্রার্থীরাই বিজয়ী হবেন। তিনি আরও বলেন, নির্বাচনের বিষয়ে আমাদের দলীয় সিদ্ধান্ত হচ্ছে- বিএনপি সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। নির্বাচনে প্রার্থী মনোনয়নে সময় লাগবে না। একাধিক যোগ্য প্রার্থী আছে। সঠিক প্রক্রিয়ায় নির্বাচন হলে ১৫ দিনের মধ্যে প্রার্থীকে জিতিয়ে আনার সক্ষমতা আছে। কিন্তু যদি নির্বাচনের পরিবেশ না থাকে তবে কোনো অবস্থাতেই এই সরকারের অধীনে নির্বাচনে আমরা যাব না। এটা আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনা। বর্তমানে যে আন্দোলন চলছে, এই আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নেব ইনশা আল্লাহ।

সর্বশেষ খবর