বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জয়-পরাজয় নির্ভর করছে পরিস্থিতির ওপর

-সেলিনা হাসান

জয়-পরাজয় নির্ভর করছে পরিস্থিতির ওপর

মাগুরা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান বলেন, জাতীয় পার্টির অবস্থান মাগুরা জেলায় বরাবরই মোটামুটি শক্ত। এখানকার দুটি আসনেই জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক রয়েছে। মাগুরায় জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড বস্তুত পক্ষে আমার স্বামী মাগুরা জেলা জাতীয় পার্টির  সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজার প্রচেষ্টায় পরিচালিত হতো। তার জীবদ্দশায় তিনি জেলায় ৩৬টি ইউনিয়নেই কমিটি গঠন করেন। কিন্তু গত বছর ১ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় দলের সাংগঠনিক কর্মকান্ড হোঁচট খায়। তবে অপ্রত্যাশিত এই ধাক্কা কাটিয়ে ওঠে এ বছর আমরা মাগুরার চারটি উপজেলা এবং একটি পৌরসভা শাখার কাউন্সিল সম্পন্ন করেছি। সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে যথেষ্ট চাঙা। আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি ৩০০ আসনে প্রার্থী দেয় তাহলে আমরাও এখানকার দুটি আসনে প্রার্থী দিতে প্রস্তুত। তবে সবকিছুই নির্ভর করছে জাতীয় রাজনৈতিক পরিস্থিতির ওপর।

সর্বশেষ খবর