বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
‘নাটক’ বলছে বিএনপি

এবার বরিশালে বাস চলাচল বন্ধের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আগামী ৩ নভেম্বরের মধ্যে মহাসড়কে নসিমন-করিমনসহ অন্যান্য অবৈধ যান চলাচল বন্ধ না হলে ৪ নভেম্বর সকাল থেকে ৫ নভেম্বর পর্যন্ত বরিশাল নগরীর উত্তর ও দক্ষিণাংশের সব স্থানীয় ও দূরপাল্লা রুটে বাস চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন মালিকরা। লঞ্চ মালিক-শ্রমিক সংগঠনগুলোর আগের বিভিন্ন দাবিতে একই সময়ে লঞ্চ বন্ধ রাখার সিদ্ধান্তে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন লঞ্চ মালিকরাও। বিএনপির ৫ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে বাস বন্ধের ঘোষণা স্রেফ ‘নাটক’ বলে দাবি করেছেন মহানগর বিএনপির শীর্ষ নেতারা।

২৪ অক্টোবর বিভাগীয় কমিশনারকে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাসরেক বাবলু ও সাধারণ সম্পাদক কিশোর কুমার দে স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, যাত্রী সাধারণের নিরাপদ চলাচলের লক্ষ্যে মহাসড়কে অবৈধ যান বন্ধে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কার্যকর করুন, অন্যথায় ৪ নভেম্বর সকাল থেকে ৫ নভেম্বর পর্যন্ত নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নগরীর উত্তরাংশে আঞ্চলিক ও দূরপাল্লা রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনারকেও অনুরোধ জানানো হয়। অন্যদিকে ২২ অক্টোবর বিভাগীয় কমিশনার বরাবর বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন স্বাক্ষরিত অনুরূপ এক চিঠিতে ৩ নভেম্বরের মধ্যে দক্ষিণের মহাসড়কে অবৈধ যান বন্ধ না হলে ৪ ও ৫ নভেম্বর বাস চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, বিভাগীয় গণসমাবেশের প্রাক্কালে বরিশালের উত্তর ও দক্ষিণাংশে বাস চলাচল বন্ধের ঘোষণা ক্ষমতাসীনদের ‘নাটক’। এটা খুলনার পুনরাবৃত্তি। কোনো বাধা বিএনপির গণস্রোত রুখতে পারবে না। কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছেন বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন।  ৪ ও ৫ নভেম্বর বাস চলাচল বন্ধের ঘোষণা ক্ষমতাসীনদের ‘নাটক’ বিএনপির এমন অভিযোগের বিষয়ে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক এমন কোনো সিদ্ধান্ত নেই। বাস মালিকদের অভ্যন্তরীণ কোনো বিষয় আছে কি না তা তারা জানেন না। এ বিষয়ে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, বাস মালিক-শ্রমিকদের দাবি ন্যায্য। মহাসড়কে অবৈধ যান চলা উচিত নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে অবৈধ যান আটক করে। আবার ফাঁক গলে চলাচল করে। বাস মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর