বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

বিএনপি করার অভিযোগে বরখাস্ত দুই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগাছায় বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত দুই বিএনপি নেতা হলেন- উপজেলার ছাওলা ইউনিয়নের আবদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাব হোসেন ও একই ইউনিয়নের আফতাব উদ্দিন হাসিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারী জুলফিকার। আলতাব হোসেন ওই ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আবদুল বারী জুলফিকার সাধারণ সম্পাদক। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা উপপরিচালক এ এম শাহজাহান সিদ্দিক। প্রাথমিক শিক্ষা অধিফতদরের রংপুর বিভাগীয় উপপরিচালক মোজাহিদুল ইসলাম ও রংপুর জেলা শিক্ষা উপপরিচালক এ এম শাহজাহান সিদ্দিক ১৯৭৯-এর ২৩ ধারা এবং ২৫(১) এর সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘন করায় তাদের সাময়িক বরখাস্ত করেন। উপপরিচালক এ এম শাহজাহান সিদ্দিক বলেন, ওই দুই শিক্ষক সরকারি চাকরিতে কর্মরত থেকে বিভিন্ন সভা, সমাবেশ, মিছিলে অংশ নেন এবং সরকারবিরোধী বিভিন্ন অপতৎপরতা চালিয়ে আসছেন।

অভিযুক্ত দুই শিক্ষক আলতাব হোসেন ও আবদুল বারী জুলফিকার বলেন, আমরা অনেক আগে থেকে রাজনীতি করি। আমরা অনেক আগেই ওই পদ থেকে অব্যাহতি নিয়েছি। সেই কাগজ এখনো জমা দেওয়া হয়নি।

 

সর্বশেষ খবর