বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

১ লাখ ৩০ হাজার টাকায় রোহিঙ্গাদের এনআইডি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে নির্বাচন কমিশনের পাঁচ অস্থায়ী কর্মচারীও রয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গাদের টাকার বিনিময়ে এনআইডি করে দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এনআইডি করে দিতে একেকজনের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা করে নিয়েছেন বলে তারা জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- কামাল হোসেন, সোনা মিয়া, মো. কামাল, নুরুল আবছার, সামসু মাস্টার এবং নির্বাচন কমিশনের (ইসি) পাঁচ ডাটা এন্ট্রি অপারেটর ইয়াসিন আরাফাত, নূর নবী, মিজানুর রহমান, ফরহাদুল ইসলাম ও ইমন দাশ। এসব ডাটা এন্ট্রি অপারেটর ইসির অস্থায়ী কর্মচারী। মঙ্গলবার রাতে নগরীর হালিশহর হাউজিং এস্টেট উচ্চবিদ্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, একটি সংঘবদ্ধ চক্র মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট করে দিচ্ছে- এমন গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল। এর ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। মঙ্গলবার রাতে ওই চক্রের ১০ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বলেন, একেকটি এনআইডি করে দিতে একেকজনের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা করে নেন সামসু।  এরপর তিনি দালাল নুরুল আবছারকে দিয়ে রোঙ্গিাদের জন্মনিবন্ধন নিয়ে দেন। আবছার ঢাকায় একটি চক্রের মাধ্যমে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন করেন। ওই জন্মনিবন্ধন দিয়ে এনআইডি করেন। ইসির সার্ভারেও এনআইডিটি পাওয়া যায়।

সর্বশেষ খবর