রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দেশে প্রতি পাঁচজনের একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত

৫৯ শতাংশ আক্রান্ত হলেও জানেন না

জয়শ্রী ভাদুড়ী

দেশে প্রতি পাঁচজনের একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত

দেশে ৩ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন এই রোগের শিকার। আক্রান্তদের ৫৯ শতাংশ জানেনই না যে তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। আক্রান্ত জানলেও অনেকেই নিয়মিত ওষুধ সেবন করেন না। অবহেলায় উচ্চ রক্তচাপ ডেকে আনছে নানা রোগ।

হার্ট ফাউন্ডেশনের হাইপার টেনশন কন্ট্রোল ইনেশিয়েটিভ প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গবেষণায় দেখা গেছে দেশে প্রতি পাঁচজন ব্যক্তির মধ্যে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। এদের মধ্যে প্রায় ৬০ শতাংশ মানুষ তাদের এই রোগ যে আছে সেটাই জানেন না। যারা জানেন তাদেরও অনেকেই চিকিৎসা নেন না। চিকিৎসা নিচ্ছেন এমন মানুষের ৭৫ শতাংশ নিয়মিত ওষুধ সেবন করেন না। তিনি আরও বলেন, ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে দেশের ৫৪টি উপজেলায় আমরা কাজ করেছি। এখন সেগুলোতে নিয়ন্ত্রণের হার ৬০ শতাংশের কাছাকাছি। এসব রোগীর রেজিস্টার করে কমিউনিটি পর্যায়ে গ্রুপ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের ৩০ দিনের ওষুধ বিনামূল্যে দেয় সরকার। একটা অনলাইন অ্যাপের মাধ্যমে তাদের চিকিৎসার বিষয় তদারকি করা হয়। ৩০ দিন পর এলে পুনরায় চেকআপ করে চিকিৎসক ওষুধ নির্ধারণ করে দেন। কিন্তু এরপরও প্রায় ৩০ শতাংশ রোগী নিয়মিত ওষুধ নিতে আসছেন না। এ জন্য কমিউনিটি ক্লিনিকের সাহায্যে কাজ করে সুফল পাওয়া যাবে। আগামী বছর ১৮২টি উপজেলায় এ প্রকল্প নেওয়া হবে। সিলেট বিভাগে এ প্রকল্প শুরু করে আস্তে আস্তে বিস্তৃত পরিসরে কাজ হবে।’ বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপে (২০১৭-১৮) দেখা গেছে, দেশে ১৮ বছরের বেশি বয়সী ২৭ দশমিক ৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। উচ্চ রক্তচাপ পুরুষের চেয়ে নারীর বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, দেশে ১৮ বছরের বেশি জনসংখ্যা ১১ কোটি ১৮ লাখ ৯৬ হাজার। সেই হিসাবে ৩ কোটির বেশি মানুষ এই দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত। এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, অনেকে রোগ আছে জেনেও চিকিৎসা নিচ্ছেন না। আবার চিকিৎসা নিয়েও অনেকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। ওষুধের দাম, ওষুধের পার্শপ্রতিক্রিয়া, ওষুধ না পাওয়ার কারণে হয়তো কেউ কেউ মাঝপথে চিকিৎসা বন্ধ করছেন। আবার এমনও হতে পারে, অনেকে জানেন না যে ওষুধ দীর্ঘকাল খেয়ে যেতে হবে। দেশে কিডনি রোগ বেড়ে যাওয়ার অন্যতম কারণ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের প্রকোপ বৃদ্ধিকে মনে করা হয়। সহজ প্রযুক্তির যন্ত্র ‘স্টেথোস্কোপ’ ব্যবহার করে রক্তচাপ মাপা বা নির্ণয় করা যায়। পরিমাপ করার জন্য বিশেষায়িত জ্ঞানের প্রয়োজন হয় না। রক্তচাপ মাপার যন্ত্রের ব্যবহার সহজে শেখা সম্ভব। অথচ অনেক প্রতিষ্ঠানে এই যন্ত্র নেই অথবা যন্ত্র ব্যবহার জানেন, এমন জনবল নেই। যেসব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রকে উচ্চ রক্তচাপ পরিমাপ করার দায়িত্ব দেওয়া আছে তাদের অনেকগুলোতে সেই সেবা পাওয়া যায় না। ২০১৭ সালের বাংলাদেশ স্বাস্থ্যসেবা কেন্দ্র জরিপে দেখা যায়, ৩৯ শতাংশ কমিউনিটি ক্লিনিকে এই সেবা পাওয়া যায় না। ইউনিয়ন পর্যায়ে সেবা কেন্দ্রে এই হার ৩৬ শতাংশ। এনজিওদের ৩৭ শতাংশ ক্লিনিকে রক্তচাপ মাপা হয় না। এই পরিস্থিতি উচ্চ স্তরের হাসপাতাল ও ক্লিনিকেও দেখা যায়। ৫৭ শতাংশ উপজেলা হাসপাতালে ও ৪৩ শতাংশ জেলা হাসপাতালে রক্তচাপ মাপা হয়। অর্ধেক সরকারি মাতৃ ও শিশুকল্যাণ কেন্দ্রে এ ব্যবস্থা নেই। স্বাস্থ্যসেবা কেন্দ্র জরিপকালে ব্যক্তিমালিকানাধীন ৫২ শতাংশ হাসপাতাল ও ক্লিনিকে এই সেবা দেখা যায়নি।

সর্বশেষ খবর