মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পদ্মায় সাড়ে ১৪ কেজির বোয়াল

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মায় সাড়ে ১৪ কেজির বোয়াল

রাজবাড়ীর পদ্মা নদীতে সাড়ে ১৪ কেজির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। রবিবার রাতে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় বাসুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার রাতে পদ্মায় বেশ কয়েকটি বড় মাছ ধরা পড়ে। মাছগুলোর মধ্য থেকে সাড়ে ১৪ কেজি বোয়াল আলোচনায় আসে। পাবনা জেলার জাফরগঞ্জের জেলে বাসুদেবের সঙ্গে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি ক্রয় করেন। দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু  মোল্লা বলেন, গতকাল ভোরে ওই বোয়াল মাছের সংবাদ  পেয়ে জেলে বাসুদেবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করি। ফোনের মাধ্যমে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮০০ টাকায় মাছটি ক্রয় করি। চান্দু মোল্লা বলেন, আমি প্রতি কেজিতে ১০০ টাকা লাভে মাছটি বিক্রি করে দিয়েছি। গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান বলেন, রবিবার রাতে পদ্মায়  বেশ কয়েকটি বড় মাছ ধরা পড়ার কথা জানতে পেরেছি। পদ্মা নদীর মাছ বেশ সুস্বাদু বলে দাম একটু বেশি।

 

সর্বশেষ খবর