মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

স্কুলে শিক্ষার্থী ভর্তির লটারির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির ফল গতকাল প্রকাশ করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিকাল ৩টায় এই ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সঙ্গে সারা দেশের সরকারি স্কুলে এ লটারি অনুষ্ঠিত হয়। আজ বেসরকারি মাধ্যমিক স্কুলে লটারির ফল প্রকাশ করা হবে। তথ্যমতে, সারা দেশের ৫৪০টি সরকারি বিদ্যালয় ও ২ হাজার ৮৫২টি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া চলছে। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন জমা হয়েছিল ৯ লাখ ১২ হাজার ৬৪৪টি। যে কোনো টেলিটক মোবাইল নম্বর থেকে মেসেজ পাঠিয়ে স্কুলে ভর্তির লটারির ফল সংগ্রহ করা যাবে। এ জন্য GSA স্পেস RESULT  স্পেস ইউজার আইডি লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া অনলাইনেও (www.gsa.teletalk.com.bd) ফল সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর