মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ফল বিপর্যয়ে অবরোধ ভাঙচুর শিক্ষার্থীদের

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের প্রতিবাদে হাজরাবাড়ি হাইস্কুল ভাঙচুরসহ জামালপুর-মাদারগঞ্জ সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাজরাবাড়ি বাজারে জামালপুর-মাদারগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা ব্যারিকেড সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা হাজরাবাড়ি হাইস্কুলের দরজা-জানালা, টেবিল-চেয়ার এমনকি সব ইলেকট্র্রিক ফ্যানও ভাঙচুর করে। এ সময় মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা হুমায়ুন কবির ও হাজরাবাড়ি পৌর মেয়র আলহাজ শামসুজ্জামান সুরুজ শিক্ষার্থীদের হতাশার কথা শোনেন। তারা বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। হাজরাবাড়ি হাইস্কুল কেন্দ্র সচিব এবং হাজরাবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিক্ষার্র্থীদের অবরোধের কথা স্বীকার করলেও স্কুল ভাঙচুরের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। জানা গেছে, সদ্য প্রকাশিত হাজরাবাড়ি ও ভাবকী হাইস্কুল কেন্দ্রের ১ হাজার ২১৩ জন এসএসসি পরিক্ষার্থীর রেজাল্ট শিটে ব্যবহারিক নম্বর যোগ করা হয়নি। এতে গ্রেডিং পদ্ধতির ফলাফলে এফ বা ফেল দেখানো হয়েছে। যাতে ওইসব শিক্ষার্থী কোনো কলেজেই ভর্তি হওয়ার সুযোগ পাবে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা জানান, শিক্ষার্থীদের অবরোধের বিষয়ে খোঁজ নিতে সরেজমিন তদন্তে আসছি। তিনি বিষয়টির সুষ্ঠু সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

 

সর্বশেষ খবর