রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রদর্শনীতে ৬০টি দুর্লভ নিদর্শন

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রদর্শনীতে ৬০টি দুর্লভ নিদর্শন

বিজয় দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে জাতীয় জাদুঘর। মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, মুক্তিযোদ্ধাদের চিঠি, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, রাজাকার-আলবদর বাহিনীর পরিচয়পত্রসহ ৬০টি দুর্লভ নিদর্শন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। গতকাল এর উদ্বোধন করেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। এতে সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক   মো. কামরুজ্জামান। ৩১ ডিসেম্বর শেষ হবে এ প্রদর্শনী।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে আর্টক্যাম্প : আর্টক্যাম্পের আয়োজন করে উত্তরার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন দেশের খ্যাতনামা শতাধিক চিত্রশিল্পী। এতে আরও ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আহসানুল কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মাসুদ আল নূরসহ অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। পরে সংগীত ও নৃত্য পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, কালচারাল ফোরাম ও শান্ত-মারিয়াম একাডেমির শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর