সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বোস্টনে বাংলাদেশি শিক্ষার্থী আরিফের দাফন সম্পন্ন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

স্বজনদের আহাজারির মধ্য দিয়ে ৭ জানুয়ারি বাদ জোহর  বোস্টনের রক্সবিউরি মসজিদে জানাজা শেষে বাংলাদেশি যুবক সৈয়দ ফয়সাল আরিফের (২০) দাফন হলো ৬৭০ রক্সবিউরিটির গোরস্থানে। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসের ছাত্র আরিফ ৪ জানুয়ারি বুধবার দুপুরে ক্যামব্রিজ সিটিতে নিজ বাসার কাছে পুলিশের গুলিতে নিহত হন।

পুলিশ দাবি করেছে, আরিফ একটি ছুরি হাতে ছিলেন এবং নিজেকে জখমের চেষ্টা করছিলেন। হটলাইনে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে নিবৃত করার চেষ্টা করলে আরিফ দৌড়ে পালাতে থাকেন। পুলিশ জানায়, টেস্টনাট স্ট্রিট ধরে দৌঁড়ানোর একপর্যায়ে হঠাৎ পুলিশের দিকে ছুরি উঁচিয়ে আসছিলেন। এ অবস্থায় পুলিশ গুলি করতে বাধ্য হয় বলে মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যারিয়েন রায়ান গণমাধ্যমে জানান। ওই এলাকার এক বাসিন্দা গণমাধ্যমে বলেন, আরিফকে গুলি করার সময় তার হাতে তিনি কিছুই দেখেননি। এ ছাড়া পুলিশের ভিডিও ফুটেজেও আরিফের হাতে কিছু দেখা যায়নি এবং তার হাতে একটি বই ছিল। চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ মুজিবউল্লাহ্্র একমাত্র সন্তান আরিফ ৭ বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন। হত্যাকান্ডের পরদিন ক্যামব্রিজ সিটি হলের সামনে ক্ষুব্ধ প্রবাসী এবং আরিফের সহপাঠীরা বিক্ষোভ করেছেন। তারা হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিদেশ সফররত ক্যামব্রিজ মেয়র সম্বুল সিদ্দিকী জানিয়েছেন, সরেজমিন বিস্তারিত তদন্ত চলছে। এদিকে জানা যায়, অংশগ্রহণকারীদের কয়েকজন জানান, আরিফ খালি গায়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার আর বিবরণ প্রচার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে সেটি বস্তুনিষ্ঠ নয়। উল্লেখ্য, আরিফের বুকে সেই গুলি ছোঁড়া শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কমিশনার ক্রিস্টিন ইলো।

সর্বশেষ খবর