মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ময়লা পোড়াতে গিয়ে দগ্ধ শিক্ষার্থী

বরগুনা প্রতিনিধি

পাথরঘাটায় স্কুলের চারপাশের ময়লায় বর্জ্য কুড়িয়ে এনে তাতে আগুন দিতে গিয়ে এক শিক্ষার্থী দগ্ধ হয়েছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বিকালে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কালমেঘা ইউনিয়নের লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ শিশু ফারজানা (৮) ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে কালমেঘা ইউনিয়নের লাকুরতলা ৮ নম্বর ওয়ার্ডের ফারুক খানের মেয়ে।

জানা গেছে, প্রধান শিক্ষকের নির্দেশে বিদ্যালয় ও আশপাশ থেকে শিক্ষার্থীদের কুড়ানো পুরনো কাগজপত্র, ময়লা-আবর্জনায় আগুন দেয় ফারজানা। এ সময় অসাবধানতাবশত আগুনে মেয়েটির পায়ের তালু এবং মুখমণ্ডল ব্যতীত সারা শরীর ঝলসে যায়। তাৎক্ষণিক ফারজানাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অগ্নিদগ্ধ ফারজানাকে দ্রুত ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে হস্তান্তরের নির্দেশ দেন। বিকালে এ রিপোর্ট তৈরিকালে অগ্নিদগ্ধ শিশু শিক্ষার্থী ঢাকার পথে অ্যাম্বুলেন্সে ছিল। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম সাংবাদিকদের বলেন, সামাজিক কাজের অংশ হিসেবে ময়লার স্তূপে আগুন লাগাতে গিয়ে অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে।

 

সর্বশেষ খবর