বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
কুলিয়ারচরে পাঁচ মৃত্যু

অ্যালকোহল মিলেছে তিনজনের ময়নাতদন্তে

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিনজনের ময়নাতদন্তে মিলেছে অ্যালকোহল। গতকাল কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭), জহির রায়হান জজ (৫৮) ও চা বিক্রেতা লিটন মিয়ার (৪৮) ময়নাতদন্ত করা হয়। কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানান, গতকাল তিনজনের ময়নাতদন্ত করা হয় এখানে। ময়নাতদন্তে তাদের দেহে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। তবে ভিসেরা রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাকসুদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ময়নাতদন্ত করেন। কমিটির অন্য দুজন হলেন মেডিকেল অফিসার ডা. সোহাগ ও ডা. রুম্মন। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তাফা জানান, পাঁচজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে। দুজনের ময়নাতদন্ত না হওয়া প্রসঙ্গে তিনি জানান, অটোচালক শাহজাহান মিয়া (৫২) বাজিতপুরের ভাগলপুর হাসপাতালে আগেই মারা গেছে। তার বাড়ি বাজিতপুরে। তাকে বাড়িতে নিয়ে সেসময়ই দাফন করেন স্বজনরা। হোমিও চিকিৎসক গোবিন্দ চন্দ্র বিশ্বাস (৪৫) হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্বজনরা পুলিশকে জানিয়েছে। এ কারণে এ দুজনের ময়নাতদন্ত করা হয়নি বলে জানান ওসি। গত শনিবার রাতে কুলিয়ারচর পৌরসভার বড়খাঁর চর এলাকার দুই আওয়ামী লীগ নেতা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, জহির রায়হান জজ এবং কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিবসহ ১২-১৩ ব্যক্তি কোনো এক স্থানে অ্যালকোহল পান করেন বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত চারজনের মৃত্যু হয়। তারা হলেন অটোচালক শাহজাহান মিয়া, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন গিয়াস, জহির রায়হান জজ এবং হোমিও চিকিৎসক গোবিন্দ চন্দ্র বিশ্বাস। ওইদিন বিকালে মারা যান চা বিক্রেতা লিটন মিয়া। এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো। গুরুতর অসুস্থদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব।

ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত সাত ব্যক্তি।

সর্বশেষ খবর