আসছে মার্চের শুরু থেকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা অফিস সময়ের পর নিজের হাসপাতালেই চেম্বার করবেন। অর্থাৎ বিকালে বা সন্ধ্যায় যেসব সরকারি চিকিৎসক বেসরকারি ক্লিনিক, হাসপাতাল বা ওষুধের দোকানে রোগী দেখতেন, সেসব চিকিৎসক ওই সময় রোগী দেখবেন নিজের হাসপাতালে। কীভাবে এ প্রক্রিয়া বাস্তবায়িত হবে, কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। কথা বলেছেন-…