শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে

-ব্যারিস্টার শফিক আহমেদ

বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে

বিচারক-আইনজীবীদের বিরোধে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, আইনজীবী ও বিচারক, আদালতের দুটি অপিহার্য অংশ। তাদের বিরোধ কোনোভাবেই কাম্য নয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিচারক ও আইনজীবীদের মূল কাজটি হচ্ছে সুষ্ঠুভাবে বিচারকাজ সমাপ্ত করে ন্যায় বিচার নিশ্চিত করা। এখন তারাই যদি বিরোধে জড়িয়ে যান, তাহলে সেই ন্যায় বিচারটা নিশ্চিত হবে বলে আমি মনে করি না। এতে করে আদালতের তথা গোটা বিচার বিভাগের ভাবমূর্তিই ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, বিচারক-আইনজীবীরা বিরোধে জড়ালে ভোগান্তিটা কিন্তু সাধারণ মানুষের হচ্ছে। এটাও মনে রাখতে হবে।

তিনি বলেন, আমি মনে করি, আইনজীবীদের যে নেতারা রয়েছেন, তারা এবং বিচারকদের মধ্যে যারা রয়েছেন, তারা মিলে খুব দ্রুত এসব ঘটনার সুন্দর সমাধান করতে হবে। উভয় পক্ষ মিলেই এ সমাধানে এগিয়ে আসা উচিত বলে মনে করেন সাবেক এই আইনমন্ত্রী।

সর্বশেষ খবর