শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আইএমইআই নম্বর পরিবর্তনের ডিভাইস উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের ডিভাইসসহ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ভোরে শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। তারা হলেন- হোসেনপুর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে ফরহাদ উদ্দিন (২৮), হাজীপুর গাবরগাঁও গ্রামের গোলাম সোবহানের ছেলে মারুফ আহমদ (২০) ও কিশোরগঞ্জ সদর উপজেলার দনাইল গ্রামের দলিল উদ্দিনের ছেলে আরিফ আহমেদ রকি (৩০)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ‘রেনডম ফরহাদ’ গ্রুপ নামে একটি ছিনতাইকারী চক্র দেশীয় অস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে  মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনতাই করে আসছে। এ তথ্যের ভিত্তিতে ওই গ্রুপের ওপর গোয়েন্দা নজরদারি চালায় র‌্যাব। পরে চক্রের সদস্যদের ধরতে শুক্রবার ভোরে শহরের বড়বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের বিভিন্ন ডিভাইস ও ক্যাবল, সুইচ গিয়ার চাকু, দুটি মোবাইল ফোন, একটি সিপিইউ এবং একটি মনিটর উদ্ধার করা হয়। র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এর সত্যতা নিশ্চিত করে জানান, ফরহাদ উদ্দিন ‘রেনডম ফরহাদ’ ছিনতাই চক্রের মূল হোতা। তার নামে ইতিপূর্বে ছিনতাই, চুরি ও মাদক মামলাসহ তিনটি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছেন। তারা সবাই দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পথযাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে কিশোরগঞ্জ শহরের ইসলামিয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শাম্মী টেলিকম নামের দোকানে নিয়ে যেত। সেখানে অভিযুক্ত আরিফ আহমেদ রকির কাছ থেকে ফোনের লক ফ্লাস আনলক এবং আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করে আসছিলেন বলেও স্বীকার করেন তারা। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর