এ বছর দেশের ছয় জেলায় ছড়িয়ে পড়েছে নিপাহ ভাইরাস। আক্রান্ত নয়জনের মধ্যে পাঁচজনই মারা গেছেন। গত সাত বছরের মধ্যে এ বছরই সর্বোচ্চ রোগী আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন শিশু থাকায় বাড়ছে ঝুঁকি। এলোমেলোভাবে রোগী শনাক্ত হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে স্বাস্থ্য অধিদফতরে। এর মধ্যেই হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (সংক্রামক রোগ নিয়ন্ত্রণ)…