মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
গভীর রাতে মুমূর্ষু উদ্ধার

উত্তরায় মা ও দুই মেয়ের কী হয়েছিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে এক নারী ও তার দুই যমজ মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশ। রবিবার ভোরে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ২৮ নম্বর বাড়ির দ্বিতীয়তলার একটি ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়। এরপর শাফানা আফিফা শ্যামী (৩৫) ও তার দুই মেয়েকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। ফ্ল্যাটের ভিতর ভুক্তভোগীরা মুমূর্ষু অবস্থায় ছিলেন। এখন তারা সুস্থ হয়ে উঠছেন। তাদের তত্ত্বাবধানেই হাসপাতালে তিন মা-মেয়ের চিকিৎসা চলছে। স্বজনদের কেউই তাদের এখনো খোঁজ নিতে আসেননি।

পুলিশ জানিয়েছে, পারিবারিক অভিমানে স্বজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন শাফানা আফিফা। তার কোনো আয় ছিল না। আর্থিক কষ্টে ওই নারী কয়েক দিন ধরে দুই মেয়েকে নিয়ে বাবার দেওয়া ফ্ল্যাটের ভিতর আবদ্ধ ছিলেন। রান্নাবান্না ও খাওয়া-দাওয়া না করায় তারা ফ্ল্যাটের ভিতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে বাড়ির প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

সর্বশেষ খবর