শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দুর্ঘটনায় ডান হাত হারিয়েও জিপিএ-৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দুর্ঘটনায় ডান হাত হারিয়েও জিপিএ-৫

সড়ক দুর্ঘটনায় ডান হাত বিচ্ছিন্ন হওয়ায় লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছিল চুয়াডাঙ্গার মেয়ে সানজিদার। তখন সে ছিল একাদশ শ্রেণির শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষা দেওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সবাই। এরপর সানজিদা মাত্র ছয় মাসের চেষ্টায় আয়ত্ত করে বাঁ হাতে লেখা। বাঁ হাত দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সানজিদা খাতুন। সে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী এবং দামুড়হুদার কুতুবপুর গ্রামের হোমিও চিকিৎসক মৃত আশরাফ আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে অধ্যয়নকালে সড়ক দুর্ঘটনায় তার ডান হাতের একাংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার পরও মানসিকভাবে সে ছিল দৃঢ়। দীর্ঘ ছয় মাস চিকিৎসার পর আবারও পড়াশোনা শুরু করে। বাঁ হাত দিয়ে লেখার অভ্যাস করতে থাকে। পরে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে বাঁ হাত দিয়ে লিখে সফলতা পায় এই শিক্ষার্থী। তার এ সাফল্যে পরিবারের সদস্যরা, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন এবং বন্ধুমহল আনন্দিত। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

সর্বশেষ খবর