মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ক্যাম্পাস সুরভিত মুকুলের ঘ্রাণে

রাকিব হোসেন, ইবি

ক্যাম্পাস সুরভিত মুকুলের ঘ্রাণে

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের আমগাছগুলো মুকুলে ভরে গেছে। বসন্তের হিমেল হাওয়ায় দুলছে এগুলো। মুকুলের ম-ম গন্ধে মাতোয়ারা পুরো ক্যাম্পাস। মৌমাছির গুঞ্জন আর মুকুলের ঘ্রাণ মুগ্ধ করছে শিক্ষার্থী ও দর্শনার্থীদের। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর, আমবাগান, অনুষদ ভবন, আবাসিক হলগুলোর এবং লাইব্রেরির পাশের এলাকাসহ ক্যাম্পাসের সব আমগাছে ফুটছে মুকুল। মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে সুগন্ধ। সোনালি হলুদ রঙের আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ। মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসে খুনসুঁটিতে ব্যস্ত মনের আনন্দে।

অন্য বছরগুলোর তুলনায় এবছর নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই আবহাওয়াগত ও জাতের কারণেই মূলত আমের মুকুল এসেছে গাছগুলোতে। এবার ভালো ফলনের প্রত্যাশা শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মামুনুর রশিদ বলেন, ‘আমগাছে এবার আগে-ভাগে মুকুল এসেছে। মুকুলের সুবাস মুগ্ধ করছে আমাদের। এখন মধুমাসের অপেক্ষায় আছি।’

বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী রবিন আহমেদ বলেন, ‘হলের পেছনেই আমগাছ। এর সৌরভ খুব ভালো লাগে। এখন পাকা আমের মধু খেয়ে মুখ রঙিন করার পালা।’

সর্বশেষ খবর