বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হেরে যাওয়ার ভয়ে পদযাত্রায় নেমেছে বিএনপি : কাদের

নোয়াখালী প্রতিনিধি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতাদের মধ্যে অনৈক্য থাকলে কর্মীরা অশান্তিতে ভোগে। এখন থেকে আর এখানে নতুন করে কোনো সংঘাতের কারণ হবে না। আমি সজাগ ও নজর রাখছি। কবিরহাট, কোম্পানীগঞ্জসহ নোয়াখালীতে আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে। রাষ্ট্র পরিচালনায় সরকারের সাফল্যের কারণে বিএনপি তাদের পদযাত্রায় লোক নামাতে পারছে না।

তৃতীয়বারের মতো ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও গণসমাবেশের আয়োজন করে কবিরহাট উপজেলা আওয়ামী লীগ। কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী ইব্রাহিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সেলিম। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, হাজী সেলিম এমপি, মামুনুর রশিদ কিরণ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, আওয়ামী লীগ নেতা মিনহাজ আহমেদ জাবেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট পৌর মেয়র ও উপজেলা সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান প্রমুখ। গতকাল সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট বাজারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ওবায়দুল কাদের। নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোশাররফ-ফজিলাতুন্নেছা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে কোনো শক্তি নেই আওয়ামী লীগকে হারাতে পারে। পরে ২৩টি সরকারি উন্নয়ন প্রকল্প এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। পরে কবিরহাটে ৫১টি প্রকল্প উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম, বসুরহাট পৌর মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা কাদের, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল ও উপজেলা চেয়ারম্যান শাহাব উদ্দিন বক্তব্য রাখেন।

এর আগে সকালে ফেনী থেকে সড়কপথে ছোট রাজাপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।

সর্বশেষ খবর