বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হোতা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতা হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব। গতকাল ভোর রাতে ঢাকা মহানগরের নয়াপল্টন এলাকায় অভিযান পরিচালনা করে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতা হাফিজুর রহমানকে (৪৫) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্যক্তির আটটি পাসপোর্ট, ২টি চেক বই, ১টি ডেবিট কার্ড ও নগদ ১০ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম গতকাল দুপুরে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এ বছর ৩ জানুয়ারি লিবিয়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতা মো. হাফিজুর রহমান তার নিজ গ্রামের লিটন নামক এক ব্যক্তিকে ভালো বেতন ও থাকা-খাওয়ার প্রলোভন দিয়ে লিবিয়ায় প্রেরণ করে। লিবিয়ায় প্রেরণের পর সেখানে থাকা হাফিজুর রহমানের সহযোগী অজ্ঞাতনামা কয়েকজন লোক লিটনকে আটকে রেখে মারধর করে তাকে দিয়ে তার বাবাকে ফোন করে বলায় যে, সে লিবিয়া পৌঁছেছে এবং ভালো আছে; সে তার বাবাকে বলে যে, হাফিজুর রহমানকে ৩ লাখ ২৫ হাজার টাকা দিয়ে দিতে। তখন ভিকটিম লিটনের বাবা হাফিজুর রহমানকে টাকা প্রদান করে। পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি ইমো নম্বর থেকে লিটনের পিতাকে ফোন করে তার ছেলে লিটনকে লিবিয়ায় আটক রেখে বেধড়ক মারধরের ভিডিও দেখায় ও মুক্তিপণ বাবদ ১৩ লাখ টাকা দাবি করে। অন্যথায় তার ছেলেকে হত্যার হুমকি দেয়। পরে এ ঘটনায় লিটনের পিতা আবদুল কুদ্দুছ বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। মামলায় ওই আসামিকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, হাফিজুর রহমান প্রথমে তার এক সহযোগী শফিকের কাছে এবং শফিক অন্য এক সহযোগী শাকিলের মাধ্যমে লিটনকে লিবিয়ায় প্রেরণ করে সেখানে আটক রেখে মারধর করে মুক্তিপণ দাবি করে।

সর্বশেষ খবর