বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সমুদ্রে ফেলে দেওয়া চার জেলের দুজন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার উপকূলবর্তী বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির সময় চার জেলেকে সাগরে ফেলে দেওয়ার তিন দিন পর দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্য দুজন এখনো নিখোঁজ রয়েছেন। রবিবার মধ্যরাতে একজনকে এবং সোমবার সকালে একজনকে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা উদ্ধার করেন। কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিষয়টি জানিয়েছেন।

উদ্ধার দুজন হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল এলাকার দেলোয়ার হোসেন ও নবগঠিত ঈদগাও উপজেলা সদরের মোহাম্মদ জিয়া। নিখোঁজ অন্য দুজন হলেন নোয়াখালীর অলি আহমদ ও কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল এলাকার মো. আনিস। উদ্ধার ও নিখোঁজরা সদর উপজেলার খুরুশকূলের মো. জকরিয়ার মালিকানাধীন এফবি হাসান নামের ট্রলারের জেলে। শুক্রবার মধ্যরাতে কক্সবাজার উপকূলবর্তী বঙ্গোপসাগরের ১৪ বিউ এলাকায় এফবি হাসানসহ চারটি ট্রলারে ডাকাতি হয়। এতে বাধা দিলে এফবি হাসানের ১৯ জেলের মধ্যে চারজনকে সাগরে ফেলে দেয় দস্যুরা। তবে ঘটনার ব্যাপারে পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি। উদ্ধার জেলেদের বরাতে দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকে নিখোঁজ চার জেলে সাগরের পানিতে দীর্ঘ সময় পর্যন্ত ভাসছিলেন। অন্য ট্রলারের জেলেরা তাদের দুজনকে উদ্ধার করেন। উদ্ধার দুজনই এখন নিজেদের বাড়িতে অবস্থান করছেন।

 

সর্বশেষ খবর