বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পবিত্র শবেবরাত ৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র শবেবরাত ৭ মার্চ

আগামী ৭ মার্চ পবিত্র শবেবরাত। গতকাল সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার থেকে ১৪৪৪ হিজরি শাবান মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিনগত রাত) লাইলাতুল বরাত বা শবেবরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ৭ মার্চ (মঙ্গলবার) দিনগত রাতই শবেবরাতের রাত। শবেবরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৮ মার্চ বুধবার।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর