শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
তেলের ওয়াগন লাইনচ্যুত

সিলেটের সঙ্গে ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর এলাকায় তেলবাহী ওয়াগনের চাকা লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উদ্ধারকারী ট্রেন এসে ওয়াগান টেনে তুললে যোগাযোগ স্বাভাবিক হয়। সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার আবু নাসের মো. রাসেল জানান, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে তেলের খালি ওয়াগন নিয়ে যাওয়ার পথে ইলাশপুরের কাছে ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত ওয়াগনগুলো বিচ্ছিন্ন করে ইলাশপুর রেখে সামনের ওয়াগনগুলো নিয়ে মাইজগাঁওয়ে পৌঁছায় ট্রেন। এ সময় সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপবন এক্সপ্রেস। পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ওয়াগন টেনে তোলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর