রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হুগলি নদীতে সংঘর্ষে ডুবেছে বাংলাদেশি জাহাজ

কলকাতা প্রতিনিধি

হুগলি নদীতে সংঘর্ষে ডুবেছে বাংলাদেশি জাহাজ

পশ্চিমবঙ্গে হুগলি নদীতে গতকাল দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষে ছাই বোঝাই একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানায় হুগলি নদীর পয়লা নম্বর এলাকায় ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, ছাই বোঝাই জাহাজ ‘এম ভি রাফসান হাবিব-৩’ বাংলাদেশের উদ্দেশ্যে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা আরেকটি বাংলাদেশি খালি জাহাজ সেটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরই ডুবে যাওয়া জাহাজের ৯ ক্রুকে উদ্ধার করা হয়েছে। জালাল শেখ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ধারণা করা হচ্ছে, সকালে অতিরিক্ত কুয়াশা থাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ডুবে যাওয়া জাহাজের কর্মী পুলক কুমার মণ্ডল জানান, বাঁ দিক থেকে জাহাজটি আমাদের ধাক্কা মারে। একই জায়গায় নদীতে আরও ৫টি জাহাজ ছিল। অপর জাহাজটি সঠিক দিক-নির্দেশনা মেনে না চালানোতেই এই দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর