রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

থোকায় থোকায় ঝুলছে আম

ঠাকুরগাঁও প্রতিনিধি

থোকায় থোকায় ঝুলছে আম

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন এলাকায় দেখা যায় সারি সারি আমবাগান। আর এসব বাগানের বেশির ভাগ গাছেই থোকায় থোকায় ঝুলছে আম। গত বছর শিলাবৃষ্টি ও ঝড়ে আম চাষিদের লোকসান গুনতে হয়েছিল। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া থাকায় আমের বাম্পার ফলন হয়েছে। লাভের আশায় রয়েছেন আমবাগান মালিকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, জেলার পাঁচ উপজেলায় ৫ হাজার ৮২ হেক্টর জমির আমের বাগান করা হয়েছে। এসব বাগানে মোট ৪৯ হাজার ১৮৫ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, আম্রপালি, সূর্যপুরী, বান্দিগড়সহ বিদেশি কিং চাকাপাত, নাম দোকমাই, চিয়াংমাই, আলফান শো, রেডপার্লমারসহ বিভিন্ন জাতের আম ধরে রাখতে, গাছের পরিচর্যা ও পোকা দমনে কীটনাশক স্প্রে করতে ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর