রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রাজসিক বিয়ে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজসিক বিয়ে

বর এলেন ঘোড়ায় চেপে, বধূ গেলেন পালকিতে চড়ে। আমন্ত্রিত অতিথি স্থানীয় এমপি এলেন হেলিকপ্টারে। এ বিয়ে দেখতে গতকাল সকাল থেকে রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল হকের বাড়ির সামনে মানুষের ভিড়। জানা গেছে, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল হকের একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌসকে বিয়ে করেন মতিউর রহমান। মতিউরের বাবা মাদরাসা শিক্ষক আবদুল মান্নান ও মা স্বাস্থ্যকর্মী হালিমা খাতুন। মতিউর রহমান চীন থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছেন। কনে জান্নাতুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মতিউর রহমানের পিতামহ আহমদ হোসেন ঘোড়ায় চেপে বিয়ে করতে গিয়েছিলেন। তাই তারও শখ হলো অশ্বারোহী হওয়ার।

গ্রামের প্রবীণ কাঠমিস্ত্রি তিন দিন ধরে খেটেখুটে কনের জন্য পালকি তৈরি করেছেন। পাশাপাশি বরকে কনের বাড়িতে নেওয়ার জন্য ঘোড়া ভাড়া করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে ভরট্ট গ্রাম থেকে ঘোড়ায় চড়ে মতিউর প্রায় ১ কিলোমিটার দূরে কনের বাড়িতে যান। সঙ্গে নেন পালকি ও বরযাত্রীদের। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে হেলিকপ্টার করে এসেছিলেন স্থানীয় এমপি এনামুল হক। দুপুর ১২টা ৩৮ মিনিটে হেলিকপ্টারটি স্থানীয় ফুটবল মাঠে অবতরণ করে। এরপর বিকালে হেলিকপ্টারেই ঢাকা ফিরে যান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর