রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শিলালিপি গবেষণায় এক কিংবদন্তি

স্মরণ মওলানা ফতেহপুরীকে

সাংস্কৃতিক প্রতিবেদক

শিলালিপি গবেষণায় এক কিংবদন্তি

স্মরণসভা, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শিলালিপি গবেষক মওলানা মুহাম্মদ নুরুদ্দিন ফতেহপুরীকে স্মরণ করেছে ‘ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি’।

গতকাল রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বক্তৃতা করেন আর্ক এশিয়ার সভাপতি অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ মোহাম্মদ মোশারফ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক কামালউদ্দিন কবীর, বড় ভাট মসজিদের খতিব মুফতি তানভির আহমদ সিদ্দিকী, মওলানা ফতেহপুরীর ছোট ছেলে কাওসার বিন নুরুদ্দিন প্রমুখ। অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পৃথিবীকে নানাভাবে বিভাজিত করা হয়েছে। এর মধ্যেই আমাদের ঐক্যের সন্ধান করতে হবে। ঐক্যের জায়গা হচ্ছে জ্ঞান। জ্ঞানের কোনো বিভাজন নেই, জ্ঞান অখ-। তার দৃষ্টান্ত মওলানা ফতেহ্পুরী। তিনি শুধু ধর্মীয় শিক্ষা নয়, ইতিহাস, ভাষাসহ অন্যান্য বিষয়েও ছিলেন সুপন্ডিত।

অনুষ্ঠানের শুরুতেই ‘কোন আলোতে প্রাণের প্রদীপ’ শীর্ষক গানটি পরিবেশন করেন সানোয়ারা জাহান নিতু। এরপর মওলানা ফতেহপুরীর জীবন ও কর্ম নিয়ে নির্মিত ‘শিলালিপি গবেষক মওলানা ফতেহপুরী’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এতে জিয়া ইসলাম, শেখ হাসান, জয়ীতা রায় ও অপূর্ব হাসানের তোলা আলোকচিত্র প্রদর্শিত হয়।

সর্বশেষ খবর