শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নতুন বাজেট হবে সাড়ে ৭ লাখ কোটি টাকার

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক অর্থনীতিতে টানাপোড়েন থাকলেও দেশের অর্থনীতিতে সম্ভাবনা দেখছে সরকার। উচ্চ মূল্যস্ফীতি জনসাধারণের ভোগান্তি বাড়ালেও অভ্যন্তরীণ খাতের বাম্পার উৎপাদনের ফলে আসছে বছরে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করছে অর্থবিভাগ। ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাড়ে ৭ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। আগামী বাজেটে জিডিপি প্রবৃদ্ধির টার্গেট ধরা হচ্ছে ৭ দশমিক ৮। একই সঙ্গে মূল্যস্ফীতি ৬ শতাংশে নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা করা হচ্ছে। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আর্থিক মুদ্রা ও মুদ্রার বিনিময় হারসংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা করা হয়েছে। এতে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকের একটি সূত্র জানায়, আইএমএফের ৪.৮ বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি যোগ হলে বৈদেশিক মুদ্রার সংকট কমে আসবে। এরই মধ্যে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। রপ্তানি আয় কিছুটা কমলেও সামনের বছর রপ্তানি বাড়বে বলে আশা করছে সরকার।

একই স্থানে পরে সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে আলোচনা করা হয়। আইএমএফের দেওয়া শর্তগুলো পরিপালনে আগামী অর্থবছরের বাজেটে কতগুলো উদ্যোগ নেওয়া হবে। ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানো হবে। এ খাতে বরাদ্দও বাড়ানো হবে। বৈঠকে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আয় বাড়াতে এনবিআরকে চ্যালেঞ্জ নিতে হবে। নতুন করদাতা বাড়াতে হবে। কর ফাঁকি ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ খবর