শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

২৭ বছর পালিয়েও শেষরক্ষা হলো না

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সাজা থেকে বাঁচতে ২৭ বছর আত্মগোপনে ছিলেন ভালুকা উপজেলার কামাল হোসেন (৫২)। তবু শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এ আসামির। বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ। কামাল হোসেন উপজেলার পুরুরা গ্রামের আবদুল রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, ১৯৯৬ সালে কামাল হোসেনের সঙ্গে উপজেলার ভরাডোবা গ্রামের হযরত আলীর মেয়ে সুরাইয়া খাতুনের প্রেম ও বিয়ে হয়। কিছুদিন পর কামাল জানতে পারেন সুরাইয়া তাকে বিয়ের আগে আরও দুটি বিয়ে হয়। প্রথম স্বামীর ঘরে তিন ছেলে ও দ্বিতীয় স্বামীর ঘরে এক মেয়ে রয়েছে। এরপর থেকে দুজনের মধ্যে কলহ শুরু হয়। পরে কামাল অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন। এরই মধ্যে নিখোঁজ হন সুরাইয়া খাতুন। নিখোঁজের সাত দিন পর তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সুরাইয়ার বাবা হযরত আলী মামলা করেন। আদালতে ২০১৯ সালে আসামি কামাল হোসেনকে যাবজ্জীন কারাদ- দেন। সুরাইয়ার লাশ উদ্ধারের পর থেকে পলাতক ছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর