সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মাঠে আজমত তৎপর সরকার পরিবার

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

আসন্ন গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সভায় দলীয় প্রার্থিতা ঘোষণার পর নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। গত শনিবার দুপুরে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে টঙ্গী ভরান হাজী মাজার মসজিদ থেকে আজমত উল্লা খানের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়। এদিকে আজমত উল্লাহ খানকে দলীয় প্রার্থী ঘোষণার পর অন?্য মেয়র প্রার্থীদের মধ্যে চরম হতাশা লক্ষ্য করা গেছে। জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমর্থকদের প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। অপরদিকে বিএনপি সমর্থিত বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহ নূর ইসলাম রনি স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে এবার আঁটঘাট বেঁধে নির্বাচনী মাঠে নামছেন। টঙ্গীর প্রভাবশালী সরকার পরিবারের সন্তান হিসেবে সাধারণ ভোটারদের পাশাপাশি বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর সমর্থন রয়েছে রনি সরকারের প্রতি। মেয়র জাহাঙ্গীর আলম স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ না নিলে রনি সরকারই হবেন আজমত উল্লাহ খানের মূল প্রতিদ্বন্দ্বী- এমনই গুঞ্জন চলছে নগরজুড়ে। অপরদিকে মেয়র পদে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি সাবেক স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানও এরই মধ্যে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। তবে আর কোনো প্রার্থী না থাকলে শেষমেশ আজমত উল্লাহ খান ও সরকার শাহ নূর ইসলাম রনির মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা- এমনটিই মনে করছেন সাধারণ ভোটাররা। এদিকে গাজীপুরে আজমত উল্লাহ খান আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নড়েচড়ে বসেছে বিএনপি। অন্তত গাজীপুরে এ সরকারের অধীনে সর্বশেষ একটি নির্বাচনী টেস্ট পরীক্ষায় অংশ নিতে চায় বিএনপি- এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে গাজীপুর সিটিতে বিএনপির হেভিওয়েট প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের নাম ঘোষণা করতে পারে দলটি।

 বিষয়টি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী মহল ভেবে দেখছে বলে শোনা গেলেও দায়িত্বশীল কোনো সূত্র বিষয়টি স্বীকার করছে না। তবে গাজীপুরে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী সরকার শাহ নূর ইসলাম রনির সমর্থনে দলটি নেপথ্যে কাজ করবে বলে নগর বিএনপির একাধিক নেতার সঙ্গে আলাপ করে এমন আভাস পাওয়া গেছে।

সর্বশেষ খবর