সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সংঘাত অব্যাহত সুদানে নিহত ৫৬

প্রতিদিন ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ সুদানের সেনাবাহিনী ও শক্তিশালী আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল লড়াইয়ের দ্বিতীয় দিনে গতকাল নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে জাতিসংঘের কর্মীও রয়েছে। আলজাজিরা। গত শনিবার দেশটির একটি সামরিক ঘাঁটিতে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে। সুদানের সামরিক নেতৃত্ব ও ক্ষমতা নিয়ে তীব্র দ্বন্দ্বের ফলে এমন রক্তক্ষয়ী সংঘাত ঘটেছে। গতকাল ভোরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খার্তুমের এক বাসিন্দা বাকরি (২৪) গণমাধ্যমকে বলেছেন, ‘এমন সংঘর্ষ আগে কখনই দেখিনি। রাজধানীর আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে।’ এদিকে সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সদস্যরা প্রেসিডেন্টের প্রাসাদ, সেনা প্রধানের বাসভবন, খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর, রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনসহ দুটি বিমানবন্দরের দখল নেওয়ার দাবি করেছে। তবে আরএসএফের এ দাবি প্রত্যাখ্যান করেছে সেনাবাহিনী। বিমানবন্দরসহ খার্তুমের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পাল্টা দাবি করেছে তারা। এসব জায়গায় সারা রাত তুমুল লড়াই চলেছে। সুদানের ডক্টর্স সেন্ট্রাল কমিটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দুই পক্ষের গোলাগুলি ও সংঘাতে ৫৬ জন নিহত এবং ৫৯৫ জন আহত হয়েছেন। আরএসএফের নেতৃত্বে দিচ্ছেন সুদান সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালু, যিনি হেমেতি নামে?অধিক পরিচিত। তিনি সেনা প্রধান বুরহানকে অপরাধী ও মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন। আরেক খবরে বলা হয়েছে, সুদানের শক্তিশালী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর সঙ্গে যে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। সুদানের সশস্ত্র বাহিনী তাদের ফেসবুক পেজে বলেছে, আরএসএফের সঙ্গে কোনো আলোচনা বা সংলাপের সম্ভাবনা নেই।

সর্বশেষ খবর