শিরোনাম
সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
কিশিদার ওপর স্মোকবোমা

জাপানের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আবারও প্রশ্ন

প্রতিদিন ডেস্ক

জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওপর ‘স্মোকবোমা’ হামলার ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে আগের প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার ঘটনাকে। আবে এবং কিশিদার ওপর হামলার ঘটনার কিছু মিল রয়েছে। শনিবার জাপানের পশ্চিমাঞ্চলে ওয়াকাইয়ামা নগরীর একটি বন্দরে কিশিদার ওপর হামলা হয়। আর গত বছর আবের ওপর হামলার ঘটনাটিও ঘটেছিল পশ্চিমাঞ্চলীয় আরেক নগরী নারায়। আবে হত্যার ঘটনা নিয়ে জাপানের নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে নানা প্রশ্ন ওঠে। এবার কিশিদার ওপর হামলার ঘটনায় নতুন করে চাঙ্গা হয়েছে সেই প্রশ্ন। সূত্র : বিবিসি। যদিও ফুমিও কিশিদাকে লক্ষ্য করে ‘স্মোকবোমা’ নিক্ষেপের ঘটনার পর তিনি নিরাপদে আছেন। তবে এ ঘটনা কীসের ইঙ্গত দিচ্ছে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশ্লেষকরা বলছেন, জাপান বিশ্বের অন্যতম একটি নিরাপদ দেশ। দেশটিতে খুবই কঠোরভাবে অস্ত্র নিয়ন্ত্রণ করা হয়। এমন একটি দেশে স্মোকবোমা হামলার ঘটনা ভাবিয়ে তোলার মতো। কারণ সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার এক বছরেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা আরও বলছেন, শিনজো আবে নির্বাচনী প্রচারে এক জনসভায় বক্তব্য রাখার সময় হামলার শিকার হয়েছিলেন। এবারও একইভাবে জনসভায় জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে নিশানা করে তার ওপর ‘স্মোকবোমা’ হামলা আবে হত্যার সেই স্মৃতিকেই যেন ফিরিয়ে আনছে।

 যদিও দুটো হামলার ঘটনায় বিস্তর ফারাক আছে। আবের ওপর হামলার সময় তাকে দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, যা সম্ভব হয়েছে কিশিদার ক্ষেত্রে। হামলাকারীকেও বেশ দ্রুতই গ্রেফতার করা গেছে। আর গত বছর জুলাইয়ে আবের ওপর হামলাকারী তার পেছনে খুব কাছেই দাঁড়িয়ে ছিলেন। আবে বক্তব্য রাখার সময় তাকে ঘরে তৈরি বন্দুক দিয়ে গুলি করে ওই ব্যক্তি। সর্বশেষ ঘটনার ব্যাপারে জাপানের নিহন বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক অধ্যাপক মিতসুরু ফুকুদা কিয়োদো বলেন, প্রধানমন্ত্রী কিশিদার বক্তব্য রাখার জায়গাটি ভালোভাবে বাছাই করা হয়নি। তাছাড়া, তার এবং দর্শক-শ্রোতাদের মধ্যে আরও দূরত্ব বজায় রাখা দরকার ছিল। শিনজো আবে হত্যাকান্ডের পর জাপানের স্থানীয় ও জাতীয় পর্যায়ের শীর্ষ পুলিশ প্রধানদের পদত্যাগ করতে হয়েছে। তখন থেকে রাজনীতিবিদদের ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারপরও এমন ঘটনা সবাইকে হতবাক করেছে। কিশিদাকে নিশানা করে হামলার ঘটনার বিস্তারিত খুঁটিনাটি সামনে আসতে থাকার মধ্যে মানুষজন এখন এ প্রশ্নও তুলবে যে, মাত্র কয়েক মাস আগেই পূর্বসূরি আবে হত্যাকান্ডের পর দেশের প্রধানমন্ত্রী এত অরক্ষিত অবস্থানে কেন?

সর্বশেষ খবর