মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ঈদের কেনাকাটা হতে পারে লাখ কোটি টাকা

আগুন আতঙ্কে ব্যবসায়ীরা

রুকনুজ্জামান অঞ্জন

করোনা মহামারির পরও গত রমজানের ঈদে (ঈদুল ফিতর) দোকানগুলোতে প্রায় দেড় লাখ কোটি টাকার কেনাবেচা হয়েছে। এবারের ঈদে কেনাকাটার সেই আমেজ অনেকটা ফিকে। দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী এই ঈদে কেনাকাটা গতবারের চেয়ে কম হবে। সব মিলিয়ে ১ লাখ কোটি টাকার কিছু বেশি হতে পারে কেনাকাটার পরিমাণ।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবারের ঈদে কেনাকাটা কম। বঙ্গবাজারের পর নিউমার্কেটে আগুন ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এ ছাড়া ভোগ্যপণ্যের দাম বেড়েছে, কমে গেছে আয়। ফলে নিম্ন আয় ও মধ্যবিত্ত ক্রেতাদের একটা বড় অংশের ঈদের জামা-কাপড় কেনাকাটার খরচ কমেছে। সবমিলিয়ে এবারের ঈদে দোকানগুলোর বিক্রির পরিমাণ ১ লাখ কোটি টাকার মতো হতে পারে বলে জানান তিনি।

ব্যবসায়ীরা জানান, রাজধানীতে বসবাসরত মধ্যবিত্ত ও নিম্নবিত্তের বড় একটা অংশ কেনাকাটা করে থাকেন বঙ্গবাজার ও নিউমার্কেট থেকে। কেনাকাটার শুরুর সময়টাতেই বঙ্গবাজারে আগুন ব্যবসায়ীদের পথে নামিয়ে দিয়েছে। আর সর্বশেষ নিউমার্কেটের আগুন আতঙ্ক তৈরি করেছে। দুটো বড় মার্কেটে ঈদের কেনাকাটার সময় এই অগ্নিকান্ডের হেতু খুঁজে পাচ্ছেন না ব্যবসায়ীরা। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা গেছে, কেনাকাটার জন্য সাধারণ মানুষ ব্র্যান্ডের দোকানগুলোতে বেশি ভিড় করছেন। পাজামা, পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার-কামিজ থেকে শুরু করে জামা, জুতা, কসমেটিকস ও গয়না কিনতেও এখন ব্র্যান্ডের পণ্যেই মনোযোগ বেশি ক্রেতাদের। রাজধানীতে উচ্চবিত্ত ও মধ্যবিত্তের একটা অংশ কেনাকাটার জন্য ভিড় করেছেন বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্কে। এর বাইরে এলাকাভিত্তিক বিভিন্ন শপিং মল, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, মগবাজার, মৌচাক, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, গাউছিয়া, টিকাটুলি রাজধানী সুপার মার্কেট ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের দোকান আড়ং, কিউরিয়াস, ইয়োলো, লা রিভ, ফ্রিল্যান্ড, অঞ্জনস, আর্টিসান, সেইলর, টুয়েলভ, জেন্টেল পার্ক, ইনফিনিটির দোকানগুলোতে ভিড় দেখা গেছে। রাজধানীর মিরপুরে জেন্টলপার্ক থেকে কেনাকাটা শেষ করার পর এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় বেসরকারি চাকরিজীবী শওকত হোসেন সুমনের সঙ্গে। তিনি জানান, মা, স্ত্রী এবং দুই মেয়ের জন্য তিনি ঈদের কেনাকাটা করেছেন ব্র্যান্ডের দোকানগুলোতেই। বাটা থেকে স্ত্রীর জন্য জুতা, নিজের জন্য কিনেছেন অ্যাপেক্স থেকে। আড়ং থেকে পাঞ্জাবি আর স্ত্রী ও মেয়েদের পোশাক কিনেছেন অঞ্জনস ও জেন্টলপার্কের শো রুম থেকে। রূপনগর আবাসিক এলাকার গৃহিণী জাকিয়া জানান, প্রতিবার তিনি নিউমার্কেট, গাউছিয়া থেকে ঘুরে ঘুরে কেনাকাটা করলেও এবার প্রচন্ড গরমে আর নিউমার্কেটমুখী হননি। ভেবেছিলেন গরম কিছুটা কমলে যাবেন। এখন আগুন লাগার খবর শোনার পর মিরপুর নান্নু মার্কেট থেকে কেনাকাটা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। উচ্চবিত্ত মধ্যবিত্তের বাইরে রাজধানীতে যে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ তাদের একটা বড় অংশ কেনাকাটা করে থাকেন বঙ্গবাজার, নিউমার্কেট ও ফুটপাতে বসা দোকানগুলো থেকে। রাস্তার পাশে দোকানগুলোতে এবারও ভিড় ছিল। তবে বেচাকেনা আগের মতো ছিল না বলে জানান ব্যবসায়ীরা। মিরপুর-১০ নম্বর গোলচক্করের পাশে ফুটপাতে পোশাক বিক্রি করেন এমন এক দোকানদার বলেন, ক্রেতারা আসছেন, দরদাম করছেন, কিন্তু কিনছেন কম। রোজার মাসে কিশোরগঞ্জ থেকে রিকশা চালাতে ঢাকায় এসেছিলেন করিম। একফাঁকে দুই ছেলের জন্য ফুটপাতের দোকান থেকে গেঞ্জি ও জুতা কিনছিলেন। তিনি জানান, গতবারের তুলনায় এবার সবকিছুর দাম বেড়েছে, তবে আয় বাড়েনি। প্যাডেলচালিত রিকশার চেয়ে অটোরিকশার ভাড়া কম দেয় যাত্রীরা। আবার থাকা-খাওয়ার পেছনে খরচও বেড়েছে। ফলে বউ-ছেলেমেয়ের জন্য কম দামে জামা-জুতা কিনতে ফুটপাতের দোকানে এসেছেন। ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি খাত থেকে অর্থনীতিতে অতিরিক্ত অর্থ যুক্ত হয়। এর মধ্যে রয়েছে- ১২ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী, ৬০ লাখ দোকান কর্মচারী এবং আরও প্রায় ৩০ লাখ গার্মেন্ট শ্রমিকের বেতন ও বোনাস, যা ঈদ অর্থনীতিতে আসছে। এ ছাড়া আরও রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের টাকা। ঈদের সময়ে প্রবাসীরা তাদের আত্মীয়স্বজনের কাছে বাড়তি ব্যয় মেটাতে প্রচুর বৈদেশিক মুদ্রা পাঠিয়ে থাকেন। এবার ঈদের সঙ্গে বাংলা নববর্ষ যোগ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নববর্ষ বোনাসও যোগ হয়েছে। দোকানগুলোতেও ভিড় লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের। তারপরও প্রত্যাশা অনুযায়ী কেনাকাটা হচ্ছে না বলেই মনে করছেন দোকান মালিক সমিতির নেতারা। বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আল হাই রেজাউল ইসলাম মন্টু বলেন, মানুষের হাতে নগদ টাকা কম, তাই কেনাকাটাও কম। এ ছাড়া এবার ঈদ হচ্ছে মাসের শেষ দিকে। ফলে বেতনের টাকা আগেই শেষ হয়ে গেছে। আবার রোজার মধ্যে পয়লা বৈশাখ হওয়ার কারণে নববর্ষ উপলক্ষে আলাদা যে কেনাকাটা তাও হয়নি।

সর্বশেষ খবর