মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আনন্দ উচ্ছ্বাসে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

আনন্দ উচ্ছ্বাসে ঈদ উদযাপন

সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এতে অংশ নেন লাখো মানুষ -বাংলাদেশ প্রতিদিন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে গত শনিবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে পালন করেন তাদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানী ঢাকাসহ দেশের ধর্মপ্রাণ লাখো-কোটি মানুষ এ দিন সকালে ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে শামিয়ানার নিচে ঈদের নামাজ আদায় করেছেন। দুই রাকাত ঈদ নামাজ শেষে ঈদ মোবারক বলে পরস্পর কোলাকুলি করেন ছোট বড় সবাই।

রাজধানী ঢাকার হাই কোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত। বায়তুল মোকাররমে এবারও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট-সংলগ্ন মাঠে সাড়ে ৮টায় ও ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় পৃথক দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজধানীর মীরবাগ জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পল্লবীর বায়তুল আমান জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হয়। মিরপুর-১২ নম্বরে হারুন মোল্লা ঈদগাহ্ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে। এদিকে প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। সেখানে ইমামতি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। নামাজের পর বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এটি ছিল ঈদুল ফিতরের ১৯৬তম জামাত। আর এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। প্রখর রোদ আর তাপপ্রবাহেও ময়দানে মুসল্লিদের ঢল নামে। এবারও একসঙ্গে ছয় লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন বলে আয়োজকরা জানান। সকাল ৯টায় শুরু হওয়া এই জামাতে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও মুন্সীগঞ্জ, চাঁদপুরের হাজীগঞ্জ, দিনাজপুর, জামালপুর, সাতক্ষীরা, মৌলভীবাজার, ভোলা, ঝিনাইদহ ও শেরপুরের কয়েকটি স্থানে গত শুক্রবার আগাম ঈদুল ফিতর পালিত হয়।

সর্বশেষ খবর