শিরোনাম
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

দাপট এবার কালবৈশাখীর

নিজস্ব প্রতিবেদক

তীব্র দাবদাহে পুড়তে থাকা চুয়াডাঙ্গাবাসী অবশেষে গতকাল বৃষ্টির দেখা পেয়েছেন। বিকাল পৌনে ৩টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ৩টার পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। এদিকে তিন দিনের মেঘ আর বৃষ্টির দাপটে সারা দেশ থেকে দাবদাহ বিদায় নিয়েছে। এখন শুরু হচ্ছে কালবৈশাখীর দাপট। গতকাল দুপুর থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে ঝড়বৃষ্টি শুরু হয়। ওই বাতাস দেশের মধ্যাঞ্চলের দিকে আসে। গত রাতে বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হয়েছে। গতকাল সাতক্ষীরায় বজ্রপাতে সুমন সরদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ২টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

এর আগে গতকাল দেশের আট অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। এই আট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সব অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, মঙ্গলবার সকাল থেকে আবারও রোদ বেড়ে গিয়ে গরম কিছুটা বাড়তে পারে। দুই দিন এ ধরনের আবহাওয়া থাকার পর বুধবার থেকে আবারও বৃষ্টি বাড়তে শুরু করবে। বিশেষ করে হাওর এলাকায় বজ্রপাতের পরিমাণ বছরের এই সময়টাতে বেশি থাকে, আগামী কয়েক দিন বজ্রপাত বেশি থাকতে পারে। আবহাওয়াবিদেরা বলছেন, গত শনি ও রবিবার রাজধানীর আকাশে কালো মেঘ আর দমকা হাওয়ার যে দাপট ছিল, তা সোমবার সকাল থেকে বিদায় নিয়েছিল। ফলে গরম কিছুটা বেশি ছিল। এদিকে গতকাল সিলেট ও মৌলভীবাজার জেলায় সকাল থেকে ঝুম বৃষ্টি হয়েছে। দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ৫৩ মিলিমিটার। এ ছাড়া শ্রীমঙ্গলে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে দেশের ১২টি জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে দেশের বেশির ভাগ জায়গায় গরম তুলনামূলক কম ছিল। গত ২ এপ্রিল থেকে শুরু হওয়া দাবদাহ এবার টানা ২০ দিন দেশের কোথাও না কোথাও ছিল। গত শুক্রবার ঈদের আগের দিন থেকে আকাশে মেঘ বেড়ে গরম কমতে থাকে। পরের দুই দিন তাপমাত্রা আরও কমে দাবদাহ সারা দেশ থেকেই বিদায় নেয়। রবিবার দেশের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর