শিরোনাম
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংস্থান হয়নি ২২ কোটি টাকার

চলেই গেল বিরল রোগে আক্রান্ত শিশু আয়াত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিরল রোগ ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রফিতে (এসএমএ) আক্রান্ত শিশু আয়াত হক যথাযথ চিকিৎসা না পেয়েই মারা গেল। সুস্থতার জন্য প্রয়োজন ছিল ২২ কোটি টাকা দামের একটি ইনজেকশন। চিকিৎসার জন্য সরকার এবং দেশ-বিদেশের হৃদয়বানদের সহায়তা চেয়েছিলেন আয়াতের পরিবার। আশানুরূপ সাড়া মেলেনি। আয়াতের বাবা জুনেদ হক জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ তার মেয়ের শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। শুক্রবার রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ১০ মাস বয়সী আয়াত। শনিবার ঈদের জামাতের পর সিলেটের হযরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

সে শহরতলির মেজরটিলা ইসলামপুরের বাসিন্দা জুনেদ হক ও ফারজানা দম্পতির দ্বিতীয় মেয়ে ছিল।

উল্লেখ্য, ২০২২ সালের ২০ জুন আয়াতের জন্ম। জন্মের পর থেকে সে হাত-পা ও ঘাড় স্বাভাবিকভাবে নড়াচড়া করতে না পারায় বাবা-মা চিকিৎসকের শরণাপন্ন হন। শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমানের পরামর্শে আয়াতের রক্তের নমুনা ভারতে পাঠানো হয়। সেখান থেকে পরীক্ষা-নিরীক্ষা করে জানানো হয় আয়াত বিরল এসএমএ রোগে আক্রান্ত। বিরল এই রোগের কোনো চিকিৎসা নেই। বিশ্বব্যাপী এই রোগের চিকিৎসার জন্য ‘জোলগেনসমা’ নামের একটি ইনজেকশন দেওয়া হয়। বিদেশি ওই ইনজেকশনের মূল্য ২২ কোটি টাকা। অর্থসংস্থান করতে না পারায় ওই ইনজেকশনের ব্যবস্থা করতে পারেননি আয়াতের মা-বাবা।

সর্বশেষ খবর